রাজ্যে নিয়োগ নেই! দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার রাজ্যের চাকরিপ্রার্থীরা। বহুবার হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ, অনশন। কেবল প্রতিশ্রুতি মিলেছে বিনিময়ে। বদলায়নি চাকরির পরিস্থিতি। এবার ফের প্রতিবাদে সোচ্চার চাকরিপ্রার্থীরা। এদিন পথে নামলো চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। মিছিলে পা মেলালেন রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী।
একজোট হয়ে পথে নেমেছেন এ রাজ্যের চাকরিপ্রার্থীরা। একটাই দাবি নিয়োগ হোক। এদিন চাকরিপ্রার্থীদের মিছিল এগোলো শিয়ালদা, হাওড়া ও কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ এর দিকে। সেখানে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মিছিলে অংশগ্রহণ করলেন ২০১৪ সালের প্রাথমিক, গ্রুপ ডি, SLST প্রার্থীরা। এছাড়া মিছিলে অংশ নিলেন ২০০৯ সালের প্যানেলে নাম না থাকা দক্ষিণ চব্বিশ পরগনার চাকরিপ্রার্থীরা।
চাকরির খবরঃ ১১ হাজার শূন্যপদে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
এর আগেও মহামিছিলের আয়োজন করেন চাকরিপ্রার্থীরা। এছাড়া নিয়োগের দাবিতে আন্দোলন, বিক্ষোভ, অনশন তো চলছেই। বলপূর্বক সেই আন্দোলন ভাঙা থেকে জোর করে প্রত্যাহার। অভিযোগ ওঠে রাজ্য প্রশাসনের দিকে। এদিনের একজোট হওয়া চাকরিপ্রার্থীদের বক্তব্য, আগামী দিনেও মহামিছিলের আয়োজন করা হবে। স্বচ্ছ পথে নিয়োগের দাবিতে বারবার একজোট হবেন তাঁরা।