চাকরিপ্রার্থীদের দাবি অগ্রাহ্য করে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানানো হলো রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে ১১ হাজার ৭৬৫ শূন্যপদের। আজ বিকেল থেকে ওপেন হলো পর্ষদের অফিসিয়াল পোর্টাল। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আবেদন হবে অনলাইন মারফত। আবেদন করা যাবে আজ ২১/১০/২২ থেকে ১৪/১১/২২ পর্যন্ত। বয়সসীমা রাখা হলো ৪০ বছরের মধ্যে। বিকেল ৪ টে নাগাদ ওপেন হলো পর্ষদের পোর্টাল। জানানো হলো বিস্তারিত নিয়মাবলী।
প্রসঙ্গত, ৮৪ দিন আন্দোলন অনশনের পর আগামীকাল মধ্যরাতে পুলিশি হস্তক্ষেপে জোর করে ভেঙে দেওয়া হয় টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবিতে সংগঠিত হওয়া আন্দোলন। রণক্ষেত্র হয়ে ওঠে করুণাময়ী চত্বর। ক্ষুব্ধ আন্দোলনকারীদের গলায় প্রতিবাদ। তবে কার্যত তাঁদের দাবিকে অগ্রাহ্য করেই নিজেদের সিদ্ধান্ত বজায় রাখলো পর্ষদ। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পর্ষদের তরফ থেকে।
আরও পড়ুনঃ
প্রাইমারি টেট বাংলা প্রাকটিস সেট
পরিবেশ বিদ্যা প্রাকটিস সেট
পেডাগজি প্রাকটিস সেট
Official Notification: Download Now