চাকরির খবর

1500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, মাধ্যমিক পাশে

Advertisement

মোট 1500 শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ত্রিপুরা রাজ্যে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে Tripura Joint Recruitment Board (JRBT). Tripura Lower Division Clerk (LDC) Recruitment.

বিজ্ঞপ্তি নং- 01/2020

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC).

মোট শূন্যপদ- 1500 টি।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ বা সমতুল। সঙ্গে কম্পিউটার জানতে হবে। এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 টি শব্দ এবং বাংলাতে প্রতি মিনিটে 25 টি শব্দ টাইপিং এর দক্ষতা থাকতে হবে। 

বয়স- বয়স হতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে (31/12/2020 তারিখের হিসাবে), সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (ST/ SC/ OBC/ PWDs) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন- পে লেভেল 7 অনুযায়ী হবে।

নিয়োগ পদ্ধতি- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় মোট দুটি পেপার থাকবে, প্রথম পেপারে থাকবে ইংরেজি, মোট 40 নম্বর ও ইংরেজি গ্রামার 30 নম্বর, সময় 2 ঘন্টা। এবং দ্বিতীয় পেপারে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স মোট 100 নম্বর, সময় 2 ঘন্টা। শেষে ইন্টারভিউয়ে থাকবে 30 নম্বর।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। www.employment.tripura.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর একটি বৈধ ই-মেইল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্টস সাবমিট করে রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন ফী- পরীক্ষা ফী বাবদ 300 টাকা (তপশিলী- 200 টাকা ), প্রতিবন্ধী প্রার্থীদের ফী লাগবে না।

আবেদনের শেষ তারিখ- 19 ডিসেম্বর, 2020 থেকে 30 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।

Related Articles