ফের বাঙালির ঘরে নোবেল পুরস্কার। 2019 নোবেল পুরস্কার বিজয়ী হলেন বাংলার ছেলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
আবারও এক বাঙ্গালী দখল করে নিলো 2019 নোবেল পুরস্কার। অমর্ত্য সেনের পর দ্বিতীয়বার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী হলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ঝরঝরে বাংলা বলতে পারা এমন এক ছেলে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যার সাফল্যে গোটা দেশ গর্বিত মনে করছে।নোবেল কমিটি সূত্রে খবর, বিশ্বব্যাপী দারিদ্রমুক্ত ঘটাতে পরীক্ষামূলক পদ্ধতির জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। সূত্রের খবর, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত প্রখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র ছিলেন।
অর্থনীতিতে অভিজিত বাবুর স্ত্রীও নোবেল পুরস্কার পেতে চলেছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে তিন জনের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির তরফ থেকে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী ইস্থার ডুফলো এবং মাইকেল কার্মার।