পশ্চিমবঙ্গ রাজ্যের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা আসতে চলেছে। আর মাত্র এক মাসের মধ্যেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম এই মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই নিয়ে ভালোভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বিভিন্ন সাজেশন দেখা এবং টেস্ট পেপার সলভ করার পাশাপাশি পড়ার বইগুলি আরো ভালো করে রিভিশন করে নিতে হবে। এইসবের মাঝে অবশ্যই ভালোভাবে আরও একবার জেনে নিতে হবে মাধ্যমিক পরীক্ষার তারিখ গুলি।
২০২৫ সালে কোন দিনে কোন কোন পরীক্ষা হতে চলেছে, সেটি যত ভালোভাবে মনে রাখবেন, ততই সুবিধা হবে পরীক্ষার্থীদের জন্য। ভুল দিনে ভুল পরীক্ষার প্রস্তুতি যাতে না নিয়ে ফেলেন, সেই কথা চিন্তা করেই আজকের প্রতিবেদনের মাধ্যমে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ গুলি আপনাদের সামনে বিশদে তুলে ধরা হচ্ছে। এছাড়াও পরীক্ষার ফলাফল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ে নিতে হবে প্রতিবেদনটি।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিনগুলিতে সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ২ টো পর্যন্ত নির্দিষ্ট পরীক্ষার সেন্টার গুলিতে গিয়ে দিতে হবে মাধ্যমিক পরীক্ষা। এই বিষয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষার জন্য প্রতিটি ছাত্র-ছাত্রীর অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে ১০/০১/২০২৫ থেকে ৩০/০১/২০২৫ তারিখের মধ্যে।
আরও পড়ুনঃ মাধ্যমিক সাজেশন ২০২৫ পিডিএফ
কোন দিন কী পরীক্ষা রয়েছে?
- ১০ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার)- বাংলা।
- ১১ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার)- ইংরেজি।
- ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)- অঙ্ক।
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার)- ইতিহাস।
- ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার)- ভূগোল।
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার)- জীবন বিজ্ঞান।
- ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)- ভৌত বিজ্ঞান।
- ২২ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)- ঐচ্ছিক বিষয়।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় যাতে কোন ধরনের অনৈতিক কার্য না হয়, সেই দিকে খেয়াল রেখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের জালিয়াতি রুখতেও প্রশ্নপত্রে বিশেষ ব্যবস্থা আনতে চলেছে পর্ষদ।
২০২৫ সালের ২২শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সূত্রের খবর অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যে প্রকাশিত হতে পারে এই পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৫ সালের ২৫ শে মে এর মধ্যেই প্রকাশিত হয়ে যেতে পারে এই ফলাফল। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রতিটি ছাত্রছাত্রী নিজেদের রোল নম্বর এর মাধ্যমে লগইন করে দেখে নিতে পারবেন নিজের পরীক্ষার ফলাফলটি। তবে এখন অবশ্যই ফলাফলের কথা চিন্তা না করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির দিকে মনোনিবেশ করাই বাঞ্ছনীয়।