চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই মোটা বেতনের চাকরির সুযোগ দিচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার। মোট 2,500 শূন্যপদে গ্রূপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে Tripura Joint Recruitment Board (JRBT). Tripura Group-D Recruitment.
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 03/12/2020
বিজ্ঞপ্তি নং- 02/2020
পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ (Group- D)
মোট শূন্যপদ- 2500 টি
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ।
বয়স- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে (31/12/2020 তারিখের হিসাবে), সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন- মূল বেতন লেভেল 1 অনুযায়ী হবে।
নিয়োগ পদ্ধতি- প্রথমে লিখিত পরীক্ষা হবে। পরীক্ষায় থাকবে ইংরেজি, জেনারেল স্টাডিজ, জেনারেল নলেজ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ইংরেজি ও জেনারেল স্টাডিজ পেপারে থাকবে ডেসস্ক্রিপ্টিভ টাইপের প্রশ্ন বাংলা, অংক বিষয়ে 30 নাম্বার এবং ইংরেজি বিষয়ে 20 নাম্বার, সময় 2 ঘণ্টা। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিষয় থাকবে ডেসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন 35 নাম্বারের, সময় 2 ঘন্টা। শেষে থাকবে থাকবে 15 নম্বরের ইন্টারভিউ।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। www.employment.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 28 ডিসেম্বর, 2020 থেকে 11 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফী- আবেদন ফী লাগবে 200 টাকা (তপশিলী- 150 টাকা), প্রতিবন্ধীদের ফি লাগবে না।
অফিশিয়াল নোটিশ ডাউনলোড করুন-