স্কলারশিপ অনেকের কাছে একটি স্বপ্নের নাম। সাধারণত প্রতিটি ভালো শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার। তাই বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা ভালো শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা দিয়ে থাকে৷ স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যেও রয়েছে নানারকম স্কলারশিপের ব্যবস্থা। সাধারণত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় কিছু মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করে থাকে। করোনা প্রকোপে আমাদের আর্থিক অবস্থা সংকটে। তাই এই সময়ে একটি স্কলারশিপ আপনার ভবিষ্যৎ তৈরীতে অনেক সাহায্য করতে পারে। আজকের এই প্রতিবেদনে মোট ৩ টি স্কলারশিপ নিয়ে আলোচনা করা হবে, যা বর্তমানে আবেদন করা যাচ্ছে সরাসরি অনলাইনে।
জেএন টাটা এনডাউমেন্ট লোন স্কলারশিপ ২০২২-২৩: জেএন টাটা এনডাউমেন্ট এমন ভারতীয়দের কাছ থেকে ঋণ বৃত্তির আবেদন আমন্ত্রণ জানায় যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক তাদের জন্য এই স্কলারশিপ।
ঋণ বৃত্তির জন্য নির্বাচিত প্রার্থীদের একটি আংশিক ‘ভ্রমণ অনুদান’ এবং একটি ‘উপহার পুরস্কার’-এর জন্য সুপারিশ করা যেতে পারে- যা তাদের বিদেশী গবেষণায় তাদের একাডেমিক পারফরম্যান্সের সাথে যুক্ত যার জন্য তারা জেএন টাটা এনডাউমেন্ট ঋণ বৃত্তি পেয়েছে।
প্রার্থীদের ভারতীয় হতে হবে। ৩০ জুন, ২০২২ তারিখে ৪৫ বছরের বেশি বয়সী নয় এবং কমপক্ষে একটি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বা যারা ভারতের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রতিষ্ঠানে যে কোনও স্নাতক প্রোগ্রামের শেষ বর্ষে রয়েছেন তাদের জন্য।
প্রার্থীদের তাদের স্নাতক বা স্নাতকোত্তর পড়াশোনায় গড়ে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে।
যে কোর্সে প্রার্থীদের ভর্তি করা হবে তা অবশ্যই স্নাতক প্রোগ্রাম (ভারতীয় পরিভাষায় স্নাতকোত্তর) হিসাবে স্বীকৃত হতে হবে।
এই স্কলারশিপে আবেদন করলে বছরে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বৃত্তি পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ২১ মার্চ, ২০২২।
Apply Now: Click Here
চরপাক মাস্টার্স প্রোগ্রাম ২০২২: চরপাক মাস্টার্স প্রোগ্রাম ২০২২ হল স্নাতকোত্তর ডিগ্রির আবেদনকারীদের জন্য ক্যাম্পাস ফ্রান্স ইন্ডিয়ার একটি উদ্যোগ। এই বৃত্তির লক্ষ্য হল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়াকে সাপোর্ট করা।
আবেদনের সময় ৩০ বছরের মধ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য এই স্কলারশিপ।
প্রার্থীদের অবশ্যই একটি ভারতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে (ইউজিসি অন্তর্ভুক্ত)। অধ্যয়ন করতে হবে অথবা আবেদনের সময় সর্বাধিক ৩ বছরের জন্য একটি কোম্পানিতে নিযুক্ত একজন তরুণ পেশাদার এবং ফ্রান্সে একটি কোর্স করার জন্য প্রস্তুত থাকতে হবে।
এই স্কলারশিপে আবেদন করলে ৫ হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি ছাড়। এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে। এই স্কলারশিপে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো ২৮ মার্চ, ২০২২।
Apply Now: Click Here
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে গ্রূপ-সি কর্মী নিয়োগ
ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ স্কিম ফর এসসি ২০২২- ২৩: ন্যাশনাল ওভারসিজ স্কলারশিপ স্কিম ফর এসসি ২০২২-২৩ হল তফসিলি জাতি , ডিনোটিফাইড যাযাবর এবং আধা-যাযাবর উপজাতি, ভূমিহীন কৃষি শ্রমিক এবং ঐতিহ্যবাহী কারিগরদের জন্য।
সংশ্লিষ্ট বছরের জন্য এপ্রিলের প্রথম দিনে ৩৫ বছরের কম বয়সী প্রার্থীদের জন্য এবং তফসিলি জাতি ,ডিনোটিফায়েড যাযাবর উপজাতি, আধা-যাযাবর উপজাতি/ভূমিহীন কৃষি শ্রমিক/ প্রথাগত কারিগর শ্রেণীর অন্তর্গত প্রার্থীদের জন্য। প্রার্থীদের বার্ষিক আয় ৮ লক্ষের কম হতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট করা শিক্ষাগত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে।
এই স্কলারশিপে আবেদন করলে বছরে ১৫ হাজার ৪০০ মার্কিন ডলারের ভাতা এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে। আবেদন করার শেষ তারিখ হলো ৩১ মার্চ, ২০২২।
Apply Now: Click Here
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে জানা গেলো