স্বপ্ন ছিল পুলিশের চাকরিতে সফল হওয়া। আর তাই পুলিশ কর্তার দেখানো পথেই নিজেদের তৈরি করতে চেয়েছিলেন আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার ১৪ জন যুবক। ফালাকাটা থানার আইসি সমিত তালুকদারের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। পুলিশের চাকরির জন্য যেভাবে তৈরি হওয়া দরকার সেই অনুযায়ী চলে প্রশিক্ষণ। রাতারাতি সাফল্যও মিললো তাতে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষায় সফলতা আনলেন ৯ জন যুবক।
WBP কনস্টেবলের স্বপ্ন পূরণ
কিভাবে এল এই কাঙ্ক্ষিত সাফল্য? আইসি সমিতবাবু জানান, ছয় সাত মাস আগে আসা যুবকদের অনুরোধে একটি গ্রুপ করেন তিনি। প্রতিদিন সকাল ও বিকেলে চলতো প্রশিক্ষণ। সকালে ফালাকাটার পাশে কোচবিহারের লাগোয়া মাঠে চলে আসতেন তাঁরা। ঘন্টা তিনেকের শারীরিক অনুশীলনে থাকতো ওয়ার্ম আপ, গোটা মাঠের দৌড়, একশো মিটারের রেস সহ নানান শারীরিক কসরত। সকালের পাঠ মিটিয়ে ফিরে যেতেন যুবকরা। আসতেন আবার বিকেলে। সে সময় চলতো খাতায় কলমে পড়াশোনা, নেওয়া হতো মক টেস্ট। সে পড়াশোনায় থাকতো অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, সাধারণ জ্ঞান, ও ইংরেজি নিয়ে আলোচনা। প্রতিদিন প্রায় আড়াই ঘন্টার পঠনপাঠনে মনোনিবেশ করতেন তাঁরা।
Check WBP Constable Result: Click Here
সবটাই চলতো আইসি সমিত তালুকদারের তত্ত্বাবধানে। আইসির ১৪ ফুট বাই ১৫ ফুটের চেম্বারে শুরু হয়েছিল অনুশীলনের প্রথম পাঠ। যুবকরা জানান, কোথাও কোনো ভুল হলে হাতে কলমে বুঝিয়ে দিতেন আইসি সমিতবাবু। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় বসেন যুবকেরা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৪ জন যুবকই। শারীরিক সক্ষমতার পরীক্ষাতেও আসে সাফল্য। তবে মৌখিক পরীক্ষায় ডাক পেয়েছেন এদের মধ্যে ৯ জন। রেজাল্ট বেরোতে দেখা যায় চূড়ান্ত সফল হয়েছেন এই ৯ জন যুবক।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে