চাকরির খবর

কলকাতা পৌরসভায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ, ইমেইলের মাধ্যমে আবেদন করুন

Advertisement

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগ করা হবে Air Quality Monitoring Cell এর আন্ডারে। সম্পূর্ণ এক বছরের চুক্তির ভিত্তিতে সমস্ত কর্মীকে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদন করতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আরও অন্যান্য সমস্ত তথ্য নিখুঁতভাবে জানতে নীচে রইল আজকের এই প্রতিবেদন।

পদের নাম- সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট।
মোট শূন্যপদ- ২ টি। (UR- ১ টি, SC- ১ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সাইন্স এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। এছাড়াও MS- Office এর কাজ ও এয়ার পলিউশন অথবা এনভারমেন্টাল পলিউশন কন্ট্রোল নিয়ে অন্ততপক্ষে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ৪২,০০০ টাকা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের ক্লার্ক ও MTS নিয়োগ

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)।
মোট শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে এনভারমেন্টাল সাইন্স এবং সিভিল/ আর্কিটেকচার এবং প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। এছাড়াও MS- Office এর কাজ ও এয়ার পলিউশন অথবা এনভারমেন্টাল পলিউশন কন্ট্রোল নিয়ে অন্ততপক্ষে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট (অ্যাডমিনিস্ট্রেটর)।
মোট শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- M.B.A কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট (IT)
মোট শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সাইন্স এ MCA/ B.Tech কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ২ টি। (UR- ১ টি, SC- ১ টি)
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় স্নাতক কোর্স পাশ করে থাকতে হবে সঙ্গে প্রার্থীকে কম্পিউটারে MS- Office এর কাজ অবশ্যই জেনে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১১,০০০ টাকা।

চাকরির খবরঃ রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনপত্রকে যথাযথভাবে পূরণ করে উল্লেখিত email একাউন্টে মেইল (Mail) করতে হবে। প্রার্থীর সমস্ত প্রয়োজনীয় নথির একটা পিডিএফ (PDF) ফাইল বানিয়ে তা ইমেইলের সঙ্গে এটাচ করতে হবে। মেলে উল্লেখ করতে হবে প্রার্থী কোন বিষয়ের জন্য আবেদন করছেন। প্রার্থীদেরকে ১৪ই, ২০২২ অক্টোবরের মধ্যে মেইল করতে হবে।
ইমেল আইডি- aqmc_eh@kmcgov.in
নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। ইন্টারভিউ হবে মোট ১০০ নম্বরের।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles