পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে বেঞ্চ ক্লার্ক, হাউস কিপার ও হাউস ফাদার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছরের চুক্তিভিত্তে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নম্বর- 537/DCPS/BNK
পদের নাম- হাউস ফাদার
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,১০০/- টাকা।
পদের নাম- হাউস কিপার।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।
চাকরির খবরঃ স্টেট ব্যাংকে 1673 শূন্যপদে ক্লার্ক নিয়োগ
বিজ্ঞপ্তি নাম্বার- 538/DCPS/BNK
পদের নাম- বেঞ্চ ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন– প্রতিমাসে বেতন ১৩,৫০০/- টাকা।
পদের নাম- LDC-cum-Typist
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৩,৫০০/- টাকা।
পদের নাম- কাউন্সিলর।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফিজিওলজিতে গ্ৰ্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৩,৫০০/- টাকা।
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের ক্লার্ক ও MTS নিয়োগ
বিজ্ঞপ্তি নম্বর- 539/DCPS/BNK
পদের নাম- DCPU, কাউন্সিলর।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক/ সোশিয়লজি/ ফিজিওলজিতে গ্ৰ্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৫,৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি www.bankura.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবং সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি সাইজ (30Kb) সিগনেচার সাইজ (10Kb) এছাড়াও সমস্ত প্রয়োজনে ডকুমেন্টস Jpg format -এ স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শুরু ও শেষ- ২৮ সেপ্টেম্বর ২০২২, থেকে ২১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা 5 টি চাকরির খবর
Official Notification-
539/DCPS/BNK: Download Now
538/DCPS/BNK: Download Now
537/DCPS/BNK: Download Now
Apply Now: Click Now