রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- গেস্ট টিচার।
মোট শূন্যপদ- ৮ টি।
যে সমস্ত বিষয় গুলোতে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল- লাইফ সাইন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স (TGT/PGT), বেঙ্গলি, হিস্ট্রি ও এডুকেশন (PGT)।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে B.Sc/ Master Degree/ B.A/ M.A পাশ সহ B.Ed কোর্স করা থাকতে হবে।
বয়স- ১ জানুয়ারি ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসটি/ এসটি প্রার্থীরা ৫ বছর ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১২ হাজার টাকা।
চাকরির খবরঃ রাজ্যের আর্মি স্কুলে নন টিচিং স্টাফ নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে উল্লেখিত ইমেইল আইডিতে ইমেইল করতে হবে। এবং যে পদে আবেদন করছেন ওই পদের নাম ইমেইলের সাবজেক্ট বক্সে উল্লেখ করতে হবে।
ইমেইল আইডি- nispaschimbardhaman@gmail.com
আবেদনের শেষ তারিখ- ১৪ অক্টোবর, ২০২২
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সের প্রমাণপত্র
২) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) মোবাইল নাম্বার ও ইমেল আইডি।
৭) আধার কার্ড/ ভোটার কার্ড
চাকরির খবরঃ হলদিয়া ইন্ডিয়ান ওয়ালে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here