চাকরির খবর

হাওড়া, মালদা ও শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগ , মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

পূর্ব রেলের বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে শিয়ালদা, মালদা, হাওড়া, আসানসোল ডিভিশন, কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ওয়ার্কশপে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ৩,১১৫ টি।
যেসমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইন ম্যান, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে NCVT/ SCVT সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।


বয়স- প্রার্থীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অর্থাৎ এসসি/ এসটি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও PwBD প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার ও ইমেইল আইডি সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে JPEG Format-এ আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ ওবিসি/ জেনারেলদের প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও এসটি/ এসসি/ PwBD /মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অনুরূপ আবেদন কি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ২৯ অক্টেবর, ২০২২

নিয়োগ স্থান – শূন্যপদের বিন্যাস
হাওড়া সাব ডিভিশন- ৬৫৯ টি।
শিয়ালদা সাব ডিভিশন- ৪৪০ টি।
মালদা সাব ডিভিশন- ১৪৮ টি।
আসানসোল সাব ডিভিশন- ৪১২ টি।
জামালপুর ওয়ার্কশপ- ৬৬৭ টি।
কাঁচরাপাড়া ওয়ার্কশপ- ১৮৭ টি।
লিলুয়া ওয়ার্কশপ- ৬১২ টি।

চাকরির খবরঃ ITBP – তে হেড কনস্টেবল নিয়োগ

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Related Articles