চাকরির খবর

১৫০০ শূন্যপদে ক্লার্কের নিয়োগের বিজ্ঞপ্তি, বিরাট সুখবর!

Advertisement

1557 শূন্যপদে ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন এই ক্লার্ক পদের জন্য। নিয়োগ করবে তা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস। IBPS Clerk Recruitment 2020. পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। (আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি)।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন 2 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর, 2020 পর্যন্ত।

প্রিলিমিনারি পরীক্ষা হবে- 5 ডিসেম্বর, 12 ডিসেম্বর এবং 13 ডিসেম্বর, 2020

পদের নাম- ক্লার্ক।

মোট শূন্যপদ- 1557. (পশ্চিমবঙ্গ- 125, অন্ধ্রপ্রদেশ- 10, অরুণাচল প্রদেশ- 1, আসাম- 16, বিহার- 76, ছত্রিশগড়- 5, দাদরা ও নগর হাভেলি দমন দিউ- 4, দিল্লি- 67, গোয়া- 17, গুজরাট- 119, হরিয়ানা- 35, হিমাচল প্রদেশ- 40, জম্মু-কাশ্মীর- 5, ঝাড়খন্ড- 55, কর্ণাটক- 29, কেরালা- 32, লাক্ষাদ্বীপ- 2, লাদাখ- 0, মধ্যপ্রদেশ- 75, মহারাষ্ট্র- 334, মনিপুর- 2, মেঘালয়- 1, মিজোরাম- 1, নাগাল্যান্ড- 5, উড়িষ্যা- 43, পুদুচেরি- 3, পাঞ্জাব- 136, রাজস্থান- 48, সিকিম- 1, তামিলনাড়ু- 77, তেলেঙ্গানা- 20, ত্রিপুরা- 11, উত্তর প্রদেশ- 136, উত্তরাখণ্ড- 18)

বয়স- 20 থেকে 28 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 সেপ্টেম্বর, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। আইবিপিএস এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীদের কি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি থাকতে হবে।

আবেদন ফি- জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 850/- টাকা এবং এসসি, এসটি, প্রতিবন্ধী, EXSM প্রার্থীদের ক্ষেত্রে 175/- টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 23 সেপ্টেম্বর, 2020।

দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ক্লার্ক নিয়োগ করা হবে।

ব্যাংক গুলি হল- ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

 অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড- Click here

Related Articles