পরীক্ষা প্রস্তুতি

Primary TET Practice Set (EVS- 2) | Primary TET Practice Set PDF

Advertisement

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET Environmental Studies Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Practice Set (EVS)

১) বারিমন্ডলের কত শতাংশ জল সুপেয় জলের অন্তর্গত?
[A] 2.5%
[B] 4%
[C] 6%
[D] 10%
উঃ [A] 2.5%

২) বিশ্বের গভীরতম সমুদ্রখাতটি হলো-
[A] জাপান খাত
[B] মারিয়ানা খাত
[C] কিউরাইল খাত
[D] কোঙ্গা খাত
উঃ [B] মারিয়ানা খাত

৩) নিম্নলিখিত কোনটি স্বভোজী?
[A] চড়াই
[B] সিংহ
[C] ফাইটোপ্ল্যাক্টন
[D] কৃমি
উঃ [C] ফাইটোপ্ল্যাক্টন

৪) সমুদ্রের জলের প্রধান লবন হলো-
[A] ম্যাগনেসিয়াম ক্লোরাইড
[B] সোডিয়াম ক্লোরাইড
[C] সোডিয়াম সালফেট
[D] পটাশিয়াম ক্লোরাইড
উঃ [B] সোডিয়াম ক্লোরাইড

৫) পৃথিবীর অধিকাংশ স্থলভাগ কোন গোলার্ধে অবস্থিত?
[A] উত্তর গোলার্ধে
[B] দক্ষিণ গোলার্ধে
[C] দক্ষিণ-পশ্চিম দিকে
[D] কোনটিই নয়
উঃ [A] উত্তর গোলার্ধে

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট-

৬) আধুনিক মৃত্তিকা বিজ্ঞানের প্রবক্তা কাকে বলা হয়?
[A] ডকুচেভ
[B] কুলম্ব
[C] জে. ভন. লিগ
[D] মারবটি
উঃ [B] কুলম্ব

৭) পেডোলজির জনক বলা হয়-
[A] মারবট
[B] জেনি
[C] ডকুচেভ
[D] জফি
উঃ [C] ডকুচেভ

৮) মাটির খনিজ উপাদানের মধ্যে খনিজ উপাদানের পরিমাণ-
[A] 50%
[B] 45%
[C] 60%
[D] 5%
উঃ [B] 45%

৯) আদ্র মৃত্তিকার গ্যাসীয় উপাদানের পরিমাণ হলো-
[A] 20%
[B] 30%
[C] 40%
[D] 15%
উঃ [A] 20%

১০) শুষ্ক মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ-
[A] 20%
[B] 25%
[C] 30%
[D] 40%
উঃ [C] 30%

Primary TET Practice Set Book

১১) মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ-
[A] 5%
[B] 10%
[C] 8%
[D] 0.2%
উঃ [A] 5%

প্রাইমারি টেট শিশুবিকাশ ও পেডাগজি প্র্যাকটিস সেট- ১

১২) কে প্রথম জমিতে রাসায়নিক সার প্রয়োগের কথা বলেন?
[A] জে. ভন. লিগ
[B] ডকুচেভ
[C] হিলগার্ড
[D] জফি
উঃ [A] জে. ভন. লিগ

১৩) s = f(cl, o, r, p, t…..) এই সমীকরনটি কার?
[A] জেনি
[B] ডকুচেভ
[C] USDA
[D] মারবাট
উঃ [A] জেনি

১৪) বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় কোন গ্যাসের বৃদ্ধি হয়?
[A] অক্সিজেন
[B] কার্বন-ডাই-অক্সাইড
[C] নাইট্রোজেন
[D] কোনটিই নয়
উঃ [C] নাইট্রোজেন

১৫) প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ হয় -এই সূত্রটি কার?
[A] ওয়ার্মিং
[B] জফি
[C] তারিল
[D] ভ্যান্ট অফ
উঃ [D] ভ্যান্ট অফ

Primary TET Practice Set PDF Download

পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Practice Set: Download  Now

Related Articles