চাকরির খবর

SSC MTS Result 2022: নিজের রেজাল্ট চেক করুন খুব সহজে

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত এসএসসি এমটিএস(SSC MTS) পরীক্ষার Tier 1 এর রেজাল্ট প্রকাশিত হলো। সমগ্র দেশব্যাপী ৪৪ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী পাশ করেছেন Tier 1 এর পরীক্ষা। তার মধ্যে জেনারেল ক্যান্ডিডেট ১৭ হাজার ৮১০ জন। বাকী পরীক্ষার্থীরা সংরক্ষিত আসন‌ থেকে। SSC MTS Result 2022

SSC MTS Result 2022

দেখে নেওয়া যাক এসএসসি এমটিএস পরীক্ষার Tier 1 এর কাট অফ, কিভাবে নিজের রেজাল্ট দেখতে পারবেন এবং পরবর্তী ধাপের পরীক্ষা কিভাবে এবং কবে নাগাদ নেওয়া হতে পারে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাট অফ নিম্নে বর্ণিত হলো।

Category
Marks
UR88.91746
OBC87.41992
ST78.32784
SC85.69706

SSC MTS Tier 1 Result Check

কিভাবে রেজাল্ট দেখবেন?
১) SSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in এ যান।
২) রেজাল্ট সেকশনে ক্লিক করুন।
৩) Others অপশনে ক্লিক করুন।
যে নতুন পেজ খুলবে ওখানে প্রথমেই দেখতে পাবেন SSC MTS Tier 1 এর রেজাল্ট।

চাকরির খবরঃ অক্টোবর মাসে ১০ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

Tier 1 এর পর Tier 2 তে subjective pattern এ প্রশ্ন আসে। যা শুধুমাত্র কোয়ালিফাইং প্রকৃতির। এক্ষেত্রে প্রবন্ধ কিংবা চিঠি লিখতে হয়। হিন্দি, ইংরেজি কিংবা সংবিধানে বর্ণিত যেকোনো আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যায়। Descriptive পরীক্ষার সম্ভাব্য তারিখ 6 ই নভেম্বর, 2022

Result Check: Click Here

Related Articles