পরীক্ষা প্রস্তুতি

প্রাইমারি টেট বাংলা প্র্যাকটিস সেট ৩: বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নোত্তর

Advertisement

আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET Bangla Practice Set

১) ‘হাল হাকিকত’ কথাটির অর্থ কি?
[A] ভালো খারাপ
[B] খবরা খবর
[C] যুদ্ধবিগ্রহ
[D] আমোদ প্রমোদ
উঃ [B] খবরা খবর

২) যে পদের দ্বারা কাউকে আহ্বান করা বোঝায় তা হল-
[A] সম্বন্ধ পদ
[B] সম্বোধন পদ
[C] অনুসর্গ
[D] উপসর্গ
উঃ [B] সম্বোধন পদ

৩) কোন বানানটি ভুল?
[A] তরকারিউলি
[B] শসা
[C] জিজ্ঞেস
[D] পরিচিতি
উঃ [B] শসা

৪) ‘-’ চিহ্নটি ব্যবহৃত কি অর্থে?
[A] বিস্তৃত ভাবে বোঝানোর জন্য
[B] বিয়োজন অর্থে
[C] সংযোজন অর্থে
[D] বিস্ময় অর্থে
উঃ [C] সংযোজন অর্থে

Primary TET Practice Set Book

৫) স্মরণীয় = ?
[A] স্মৃ + অনীয়
[B] স্ম + অনীয়
[C] স্মৃ + অণীয়
[D] স্ম + অণীয়
উঃ [A] স্মৃ + অনীয়

৬) ‘প্রতি রবিবার নিয়ম করে আমাকে নিয়ে যান বাজারে’। এখানে ‘বাজারে’ কোন কারক?
[A] অধিকরণ কারক
[B] অপাদান কারক
[C] নিমিত্তকারক
[D] কর্তৃকারক
উঃ [A] অধিকরণ কারক

৭) নীচের কোনটি শব্দদ্বৈত্য নয়?
[A] কনকনে
[B] যাই যাই
[C] গলায় গলায়
[D] লাখ লাখ
উঃ [A] কনকনে

৮) শিশুটি কেবলই হাসছে আর খেলছে আর নাচছে আর গাইছে। এখানে ‘শিশুটি’ হল-
[A] নিরপেক্ষ কর্তা
[B] বহু ক্রিয়ায় এক কর্তা
[C] এক ক্রিয়ায় বহু কর্তা
[D] উহ্য কর্তা
উঃ [B] বহু ক্রিয়ায় এক কর্তা

৯) তিনি বাজারে গেছেন। এখানে বাজারে হল-
[A] অপাদান কারক
[B] অধিকরণ কারক
[C] নিমিত্তকারক
[D] কর্মকারক
উঃ [C] নিমিত্তকারক

১০) বক্কাল বলতে বোঝায়-
[A] বকের মতো দেখতে
[B] ঔষধ এর জন্য ব্যবহৃত গাছ-গাছড়া
[C] এক স্থান থেকে অন্য স্থানে গমন
[D] কোন কিছুর চারদিকে আবর্তন
উঃ [B] ঔষধ এর জন্য ব্যবহৃত গাছ-গাছড়া

আরও পড়ুনঃ
প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট
প্রাইমারি টেট শিশুবিকাশ প্র্যাকটিস সেট

১১) ‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারাটির আক্ষরিক অর্থ হলো-
[A] স্রোতের দিক অনুসরণ করা
[B] প্রবল ব্যস্ততা
[C] ভালো-মন্দ বিচার না করে সকলে যা করে তা অনুসরণ
[D] মন্দ ভাগ্য
উঃ [C] ভালো-মন্দ বিচার না করে সকলে যা করে তা অনুসরণ

১২) বনচাঁড়াল শব্দটি হল-
[A] দেশি
[B] বিদেশি
[C] সংস্কৃত
[D] মিশ্র
উঃ [D] মিশ্র


১৩) ষোড়শ = ?
[A] শট্ + দশ
[B] শট + দশ
[C] শটঃ + দশ
[D] শট + দশ
উঃ [A] শট্ + দশ

১৪) ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়?
[A] অক্ষর
[B] শব্দ
[C] বর্ণ
[D] বাক্য
উঃ [C] বর্ণ

১৫) বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
[A] ৩০
[B] ৪৩
[C] ৩২
[D] ৫২
উঃ [A] ৩০

Primary TET Bangla Practice Set PDF Download

বাংলা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।

Bangla Practice Set: Download Now

Related Articles