এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) তুন্দ্রা অঞ্চলে দেখা যায়-
[A] মস
[B] লাইকেন
[C] পাইন
[D] A ও B উভয়
উঃ [D] A ও B উভয়
২) লবণাম্বু উদ্ভিদের পত্ররন্ধ্র অবস্থান করে–
[A] পাতার উপরিভাগে
[B] পাতার নিচের অংশে
[C] উভয়পৃষ্ঠে
[D] পত্ররন্ধ্র থাকে না
উঃ [B] পাতার নিচের অংশে
৩) বায়ুর নাইট্রোজেন মাটিতে সঞ্চয় করে-
[A] মেসোফাইট
[B] হাইড্রোফাইট
[C] জেরোফাইট
[D] হ্যালোফাইট
উঃ [A] মেসোফাইট
৪) কোন উদ্ভিদের পাতা কাটাতে রূপান্তর হয়?
[A] ইউলেক্স
[B] শতমূলী
[C] ফনিমনসা
[D] সবকটি
উঃ [A] ইউলেক্স
৫) ‘Plant geography on physiological Basis’ -গ্রন্থের রচয়িতা কে?
[A] হেকেল
[B] স্কিমফার
[C] হ্যানসেন
[D] ন্যানসেন
উঃ [A] হেকেল
৬) খরা প্রতিরোধকারী উদ্ভিদ কোনটি?
[A] ফনিমনসা
[B] ঘৃতকুমারী
[C] বেগোনিয়া
[D] সবকটি
উঃ [D] সবকটি
৭) সরলবর্গীয় অরণ্যের বৃক্ষ হলো-
[A] পাইন
[B] উইলো
[C] অ্যাসপেন
[D] সবকটি
উঃ [D] সবকটি
৮) শাল গাছ কোন ধরনের অরণ্যের বৃক্ষ?-
[A] ক্রান্তীয় বৃষ্টি অরণ্য
[B] ক্রান্তীয় মৌসুমী অরণ্য
[C] ভূমধ্যসাগরীয় অরণ্য
[D] সরলবর্গীয় অরণ্য
উঃ [B] ক্রান্তীয় মৌসুমী অরণ্য
৯) হেতাল, হোগলা হলো-
[A] জলজ উদ্ভিদ
[B] লবণাম্বু উদ্ভিদ
[C] মধ্যবর্তী উদ্ভিদ
[D] কোনোটিই নয়
উঃ [B] লবণাম্বু উদ্ভিদ
১০) যে উদ্ভিদ অম্ল মৃত্তিকায় জন্মায়-
[A] অক্সিলোফাইট
[B] লিথোফাইট
[C] স্যামোফাইট
[D] কেমিফাইট
উঃ [A] অক্সিলোফাইট
১১) যে উদ্ভিদ পাথুরে মাটিতে জন্মায়-
[A] অক্সিলোফাইট
[B] লিথোফাইট
[C] স্যামোফাইট
[D] ক্রায়োফাইট
উঃ [B] লিথোফাইট
১২) কাকে পৃথিবীর ফুসফুস বলা হয়?
[A] সেলভা অরণ্য
[B] তৈগা অরণ্য
[C] তুন্দ্রা অরণ্য
[D] কোনোটিই নয়
উঃ [A] সেলভা অরণ্য
১৩) বিশ্বের বৃহত্তম বনভূমি হলো-
[A] তৈগা
[B] তুন্দ্রা
[C] সেলভা
[D] কোনটিই নয়
উঃ [A] তৈগা
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৪) কুইনাইন পাওয়া যায়-
[A] চা গাছ থেকে
[B] অ্যাকোনাইটপ্ল্যান্ট থেকে
[C] সিনকোনা গাছ থেকে
[D] কোনটিই নয়
উঃ [C] সিনকোনা গাছ থেকে
১৫) সলোকসংশ্লেষ -এর সময় কোন গ্যাস উৎপন্ন হয়?
[A] CO2
[B] N2
[C] O2
[D] কোনটিই নয়
উঃ [C] O2
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now