Railway NTPC Exam Schedule Publish, Exam City, Admit Card, Important Notice রেলওয়ে এনটিপিসি প্রথম দফার পরীক্ষার তারিখ ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। প্রথম দফায় পরীক্ষা শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর, ২০২০ তারিখ থেকে, এবং পরীক্ষা শেষ হবে ১৩ জানুয়ারি, ২০২০ তারিখ। তবে ২৮ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারির মধ্যে সবার পরীক্ষা হবে না। কারণ এনটিপিসি পরীক্ষার জন্য মোট আবেদনকারীর সংখ্যা প্রায় ১.২৫ কোটি। তাই আলাদা আলাদা দফায় এই পরীক্ষা গ্রহণ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। প্রথম দফায় পরীক্ষায় পরীক্ষা দেবে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী। প্রথম দফা বাদে পরবর্তী দফা গুলিতে কবে থেকে পরীক্ষা শুরু হবে তা জানানো হয়নি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। পরবর্তী দফা গুলিতে পরীক্ষার তারিখ প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে।
রেলওয়ে এনটিপিসি পরীক্ষা শুরুর ১০ দিন আগে থেকে পরীক্ষার্থীরা পরীক্ষার শহর, পরীক্ষার তারিখ জানতে পারবেন। এবং এসসি/ এসটি প্রার্থীরা তাদের ট্রাভেলিং অথরিটি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যেহেতু এনটিপিসি পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে, সুতরাং ১৮ ডিসেম্বর থেকে পরীক্ষার শহর, পরীক্ষার তারিখ জানতে পারবেন আবেদনকারীরা।
পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা তারিখের ৪ দিন আগে থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিমধ্যেই বহু পরীক্ষার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ইমেল পাচ্ছেন। ইমেলে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড উল্লেখ করা রয়েছে। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে RRB ওয়েবসাইটে লগইন করে উপরোক্ত বিষয়গুলি জানা যাবে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে, যেসব পরীক্ষার্থীদের এই প্রথম দফায় অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারির মধ্যে পরীক্ষা হবে না, তারা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে দেখতে পাবে, “Dear Candidate , You are not scheduled in the present phase. Please wait for intimation from RRBs”. এই লেখা দেখে বুঝতে হবে প্রথম দফায় তাদের পরীক্ষা হবে না।