উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক প্রশ্নের ধরণ। বিগত দুবছরের কোরনার প্রভাব কাটানোর পর এবছর ফের পুরনো নিয়ম অনুসারে হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে এবছরের প্রশ্নের ধরণ, নম্বর বিভাজন, ও অনুচ্ছেদ অনুযায়ী প্রশ্নের বাছাইকরণ, সহ বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। তার সাথে এও বলা হয়েছে ২০২০ সাল ও তার আগে যে প্রশ্ন কাঠামো অনুসারে উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বানানো হতো, এবছরও সেভাবেই প্রশ্ন বানাতে চলেছে শিক্ষা সংসদ। অর্থাৎ যে পরিচ্ছেদ থেকে যে রকম প্রশ্ন আসতো, সেই রকম প্রশ্ন কাঠামোই বলবৎ থাকবে এবছর।
তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা। ২০২০ সালের প্রশ্ন কাঠামো অনুসারে দেখা যাচ্ছে এবছরের এবং ২০২০ সালের প্রশ্নে রয়ে যাচ্ছে বেশ কিছু ফারাক। যেমন মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাঁচটি পরিচ্ছেদ থেকে যে পাঁচটি সাত নম্বরের প্রশ্ন আসে সেখানে এবছরের প্রকাশ পাওয়া প্রশ্ন কাঠামোয় বাকি বিষয়ের মিল থাকলেও দুটি পরিচ্ছেদ থেকে যে বড়ো প্রশ্ন আসতো, তা বদলে গেছে। এক্ষেত্রে তা পড়ুয়াদের কাছে সমস্যার সৃষ্টি করেছে। পরীক্ষার প্রস্তুতি গ্রহণে অসুবিধা সৃষ্টি হচ্ছে। শিক্ষকদের দাবি এই একই সমস্যা দেখা যাচ্ছে গণিতের ক্ষেত্রেও।
আরও পড়ুনঃ প্রাইমারি টেট জেলাভিত্তিক শূন্যপদ প্রকাশ
বিষয়টি নিয়ে চিন্তিত শিক্ষক থেকে পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, প্রকাশ পাওয়া প্রশ্ন কাঠামোয় ধোঁয়াশা থাকায় তার প্রভাব পড়ছে পরীক্ষা প্রস্তুতিতেও। এ বিষয়ে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের পরীক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত এই সংশয় দূর করা হবে। কিছুদিন পরেই স্কুল খুললে টেস্ট পরীক্ষা আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যত দ্রুত এ সংশয়ের সমাধান করবেন তাতে উপকৃত হবেন পরীক্ষার্থীরা।