এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) হোয়াইট কোল কোনটি?
[A] অ্যানথ্রাসাইট
[B] জলবিদ্যুৎ
[C] চুন
[D] ক্যালসিয়াম কারবাইড
উঃ [B] জলবিদ্যুৎ
২) ভারতের প্রাচীনতম পরমাণু শক্তিকেন্দ্র কোনটি?
[A] তামিলনাড়ুর কালপক্কম
[B] কর্ণাটকের কৈগা
[C] মহারাষ্ট্রের তারাপুর
[D] উত্তরপ্রদেশের নারোরা
উঃ [C] মহারাষ্ট্রের তারাপুর
৩) দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার?
[A] 70%
[B] 50%
[C] 45%
[D] 33%
উঃ [D] 33%
৪) ভারতে কী ধরনের অরণ্য বেশি?
[A] চিরসবুজ
[B] কাঁটা ঝোপ
[C] ম্যানগ্রোভ
[D] পাতা ঝরা
উঃ [D] পাতা ঝরা
৫) আমাজন অববাহিকায় কী ধরনের অরণ্য দেখা যায়?
[A] চিরসবুজ
[B] কাঁটা ঝোপ
[C] ম্যানগ্রোভ
[D] পাতা ঝরা
উঃ [A] চিরসবুজ
৬) সুন্দরবন নিম্নলিখিত কোন প্রকারের?
A] চিরসবুজ
[B] কাঁটা ঝোপ
[C] ম্যানগ্রোভ
[D] পাতা ঝরা
উঃ [C] ম্যানগ্রোভ
৭) পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়?
A] চিরসবুজ
[B] কাঁটা ঝোপ
[C] ম্যানগ্রোভ
[D] পাতা ঝরা
উঃ [D] পাতা ঝরা
৮) অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ?
[A] দারিদ্র
[B] অশিক্ষা
[C] জ্বালানির অভাব
[D] অনিয়ন্ত্রিত কাঠ কাটা
উঃ [D] অনিয়ন্ত্রিত কাঠ কাটা
৯) পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবন?
[A] হুগলি ও পশ্চিম মেদিনীপুর
[B] বাঁকুড়া ও পুরুলিয়া
[C] ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর
[D] পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া
উঃ [B] বাঁকুড়া ও পুরুলিয়া
১০) ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ বেশি?
[A] কর্ণাটক ও তামিলনাড়
[B] গুজরাট ও রাজস্থান
[C] কর্ণাটক ও তেলেঙ্গানা
[D] মধ্যপ্রদেশ ও ঝাড়খন্ড
উঃ [C] কর্ণাটক ও তেলেঙ্গানা
১১) ভারতের সবুজ বিপ্লব কোন শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে সফল হয়েছে?
[A] ধান
[B] গম
[C] ভুট্টা
[D] ডাল
উঃ [B] গম
১২) উদ্যান কৃষি কে কি বলা হয়?
[A] ওলেরিকালচার
[B] ফ্লোরিকালচার
[C] সেরিকালচার
[D] হর্টিকালচার
উঃ [D] হর্টিকালচার
১৩) লোহার আকরিক কোনটি?
[A] হেমাটাইট
[B] চ্যালকোপাইরাইট
[C] বক্সাইট
[D] আয়রন গ্ল্যান্স
উঃ [A] হেমাটাইট
১৪) ভারতে খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটি?
[A] কেরালা
[B] অসম
[C] সিকিম
[D] ঝাড়খন্ড
উঃ [D] ঝাড়খন্ড
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) সৌরশক্তি হল-
[A] জৈব উপাদান
[B] অজৈব উপাদান
[C] ভৌত উপাদান
[D] কোনোটিই নয়
উঃ [C] ভৌত উপাদান
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now