এক নজরে
আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set. যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET EVS Practice Set
১) তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষতিকারক দূষকটি কী?
[A] SO2
[B] CO2
[C] হাইড্রোকার্বন
[D] PCB
উঃ [A] SO2
২) পরাগরেণু কোন ধরনের বায়ুদূষক?
[A] প্রাথমিক
[B] গৌণ
[C] প্রগৌণ
[D] কৃত্রিম
উঃ [A] প্রাথমিক
৩) কৃষিজমি থেকে উৎপন্ন একটি বায়ুদূষকের নাম হল-
[A] মিথেন
[B] ক্লোরোফ্লুরোকার্বন
[C] ওজোন
[D] সালফার ডাইঅক্সাইড
উঃ [A] মিথেন
৪) মার্শ গ্যাসের মুখ্য উপাদান কোনটি?
[A] মিথেন
[B] অ্যামোনিয়া
[C] নাইট্রোজেন
[D] অক্সিজেন
উঃ [A] মিথেন
৫) PAN -এর পুরো নাম কি?
[A] পার অ্যাটমিক নম্বর
[B] পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট
[C] পার অ্যাডিটিভ নাইট্রোজেন
[D] কোনোটিই নয়
উঃ [B] পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট
৬) জলাভূমিতে গ্যাসের মুখ্য উপাদান হল-
[A] বিউটেন
[B] অ্যামোনিয়া
[C] কার্বন ডাইঅক্সাইড
[D] মিথেন
উঃ [D] মিথেন
৭) সবচেয়ে দূষিত জলের BOD মাত্রা হল-
[A] 1 mg/l
[B] 5 mg/l
[C] 10 mg/l
[D] 20 mg/l
উঃ [D] 20 mg/l
৮) জলকে আর্সেনিক, লোহা ও জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়?
[A] ফটকিরি
[B] আয়োডিনযুক্ত রেজিন
[C] ব্লিচিং পাউডার
[D] পটাশ
উঃ [B] আয়োডিনযুক্ত রেজিন
৯) প্রশম পানীয় জলের pH -এর মান কত?
[A] 5
[B] 7
[C] 9
[D] 3
উঃ [B] 7
১০) প্লাস্টিক, পলিথিন, হাইড্রোকার্বন হলো একধরনের-
[A] পরিপোষক পদার্থ
[B] তেজস্ক্রিয় পদার্থ
[C] জীব-অবিশ্লেষ্য পদার্থ
[D] জীব-বিশ্লেষ্য পদার্থ
উঃ [C] জীব-অবিশ্লেষ্য পদার্থ
১১) মৃত্তিকা দূষণকারী একটি ভারী ধাতুর নাম কী?
[A] সালফেট
[B] কীটনাশক
[C] লোহা
[D] সিসা
উঃ [D] সিসা
১২) মাটির লবণতা বৃদ্ধি পায় কেন?
[A] জৈব সার ব্যবহারের ফলে
[B] কীটনাশক ব্যবহারের ফলে
[C] বনভূমি কাটার ফলে
[D] সরু পাতার গাছ লাগানোর জন্য
উঃ [C] বনভূমি কাটার ফলে
১৩) একটি ধাতব বর্জ্য পদার্থ হল-
[A] অ্যাসিড
[B] সিসা
[C] মিথাইল ব্রোমাইড
[D] প্যাথোজেন
উঃ [B] সিসা
১৪) WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত?
[A] 65 dB
[B] 80 dB
[C] 95 dB
[D] 100 dB
উঃ [A] 65 dB
Primary TET EVS Practice Set | |
পরিবেশ বিদ্যা সেট- ১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-8 | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৫ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৬ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৭ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৮ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-১৯ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২০ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২১ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২২ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৩ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৪ | Click Here |
পরিবেশ বিদ্যা সেট-২৫ | Click Here |
১৫) 1 ডেসিবেল = কত বেল?
[A] 1
[B] 0.1
[C] 0.01
[D] 10
উঃ [B] 0.1
Primary TET Practice Set PDF Download
পরিবেশ বিদ্যা বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Practice Set: Download Now