আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Pedagogy Practice Set
১) ভাষা শিখনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়টি নৈপুণ্যের উপর নির্ভর করে?
[A] ৩ টি
[B] ৪ টি
[C] ৫ টি
[D] ২ টি
উঃ [B] ৪ টি
২) যথাযথ উচ্চারণ মানে কী?
[A] মোটামুটি উচ্চারণ করা
[B] ভেবেচিন্তে উচ্চারণ করা
[C] বর্ণটির সঠিক উচ্চারণ করা
[D] প্রচলিত রীতিতে উচ্চারণ করা
উঃ [D] প্রচলিত রীতিতে উচ্চারণ করা
৩) কিসের মাধ্যমে ভাষার ধ্বনিতময় রূপ প্রকাশ পায়?
[A] শোনা ও বলা
[B] শোনা ও বোঝা
[C] বোঝা ও দেখা
[D] দেখা ও শোনা
উঃ [A] শোনা ও বলা
৪) কটি নৈপুণ্যের ওপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে?
[A] দুটি
[B] তিনটি
[C] চারটি
[D] পাঁচটি
উঃ [C] চারটি
৫) উপযুক্ত বক্তা কাকে বলে?
[A] যে শুধু বলে যায়
[B] যে সুন্দরভাবে বলতে পারে
[C] যে যুক্তিতর্ক দিতে পারে
[D] যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে
উঃ [D] যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে
৬) উপযুক্ত শ্রোতা কাকে বলা হয়?
[A] যে শুধু শোনে
[B] যে শুধু শুনে কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করে না
[C] যে শুনে এবং প্রতিক্রিয়া প্রকাশ করে
[D] যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে
উঃ [D] যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে
৭) বক্তার শ্রোতার মানসিক যোগসূত্র স্থাপন কথাটির অর্থ কী?
[A] একজন বলেছে ও একজন শুধু শুনেছে
[B] একজন বলেছে ও অন্যজন মন দিয়ে শুনেছে
[C] একজন যুক্তিসহকারে বলেছে, অন্যজন আনমনা হয়ে শুনেছে
[D] বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে
উঃ [D] বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে
Primary TET Practice Set: Download Now
৮) ঠিক ঠিক লেখা অর্থে কী বোঝানো হয়েছে?
[A] মোটামুটি ভাবে লিখে যাওয়া
[B] ঠিক বানানে লিখে যাওয়া
[C] সঠিক বানান ও যতিচিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া
[D] বোঝাবার মত করে লিখে যাওয়া
উঃ [C] সঠিক বানান ও যতিচিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া
৯) মানুষকে কথা বলতে হয় কেন?
[A] বলার জন্য বলতে হয়
[B] প্রয়োজনে তাগিদে
[C] ভাবের আদান প্রদান করার জন্য
[D] না কথা বলে থাকতে পারে না বলে
উঃ [C] ভাবের আদান প্রদান করার জন্য
১০) সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ কী?
[A] সংশ্লিষ্ট বর্ণটিকে শুধু লেখা
[B] বর্ণটিকে স্পষ্ট করে লেখা
[C] বর্ণটিকে বাধ্য করে লেখা
[D] মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা
উঃ [D] মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা
১১) মাত্রা চিহ্নটি কোথায় বসে?
[A] বর্ণের ডান পাশে
[B] বর্ণের বাম পাশে
[C] বর্ণের উপরে
[D] বর্ণের নিচে
উঃ [C] বর্ণের উপরে
১২) সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন?
[A] চোখ
[B] কান
[C] জিভ
[D] ত্বক বা চামড়া
উঃ [B] কান
১৩) দেখার জন্য কোন ইন্দ্রিয় অধিক কার্যকর?
[A] দর্শণেন্দ্রিয় বা চোখ
[B] শ্রবনেন্দ্রিয় বা কান
[C] ঘ্রনেন্দ্রিয় বা নাক
[D] স্পর্শেন্দ্রিয় বা ত্বক
উঃ [A] দর্শণেন্দ্রিয় বা চোখ
১৪) ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কী?
[A] অর্থযুক্ত শব্দ শোনা
[B] অর্থযুক্ত বাক্য বলা
[C] অর্থযুক্ত শব্দ বুঝতে পারা
[D] অর্থযুক্ত শব্দ শুনতে পাড়া
উঃ [B] অর্থযুক্ত বাক্য বলা
১৫) শিক্ষার প্রাথমিক শর্ত-
[A] ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন
[B] শোনার দক্ষতা অর্জন
[C] বলার দক্ষতা অর্জন
[D] বলা ও শোনার দক্ষতা অর্জন
উঃ [A] ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন