বৃহস্পতিবার প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিলেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকরা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের সচিবরা। বৈঠক অনুষ্ঠিত হবে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে। এর আগেই এই বৈঠকের প্রসঙ্গ সামনে এসেছিল। সূত্রের খবর, আগামীকাল বৈঠকের পর প্রাইমারি টেট নিয়ে সামনে আসতে পারে কিছু নতুন সিদ্ধান্ত।
রাজ্যে ডিসেম্বরের ১১ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে টেট পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। ওই দিন দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অন্যতম বড়ো পরীক্ষা হিসেবে চিহ্নিত এই প্রাইমারি টেট। ফলে রাজ্য জুড়ে বাড়তে থাকা অশান্তির আঁচ যাতে পরীক্ষায় না পড়ে তা চিন্তা করেই একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। পরীক্ষা চলাকালীন শৃঙ্খলা বজায় রাখতে রাখা হচ্ছে নজরদারির ব্যবস্থাও। সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো টেট পরীক্ষাকেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা। বজায় রাখা হবে পুলিশি পাহারাও। সেই মতো পাঠানো হয় ১৬ দফা গাইডলাইন। এছাড়াও জানা যাচ্ছে, পরীক্ষার সময় কিছু স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকতে পারে ইন্টারনেট পরিষেবা।
Primary TET Practice Set: Download Now
এর আগেই জানা গিয়েছিল, শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হবে প্রাথমিকের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে। সেখানে আসন্ন টেট নিয়ে বিভিন্ন দফতরের সাথে আলোচনায় বসবেন মুখ্যসচিব। সেই মতো আগামী বৃহস্পতিবারই প্রাইমারি টেট নিয়ে বৈঠকে বসতে চলেছে নবান্নের শীর্ষ মহল। সূত্রের খবর, এদিন বৈঠকের শেষে টেট নিয়ে নতুন নির্দেশ প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।