আপনি কি Primary TET 2022 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে বাংলা পেডাগজি বিষয়ের ১৫ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2022 পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download
Primary TET Bangla Pedagogy Practice Set
১) শিক্ষণের জন্য মূর্তন একান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে আমারা যে সকল বস্তুসামগ্ৰী বা কৌশল ব্যবহার করে থাকি তা-
[A] শিক্ষকের পেশাগত গুণাবলী
[B] শিক্ষামূলক প্রদীপন
[C] বাগানের নির্ভুলতা
[D] হাতের লেখা
উঃ [B] শিক্ষামূলক প্রদীপন
২) শ্রবনভিত্তিক উপকরণের উদাহরণ হল-
[A] অভিনয়
[B] রেডিও
[C] টেলিভিশন
[D] শিক্ষকের চার্টের বিবরণ দেওয়া হ্যলো
উঃ [B] রেডিও
৩) সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হল-
[A] অভিনয়
[B] নৃত্য
[C] রেডিওর সাহায্যে পাঠদান
[D] টেপরেকর্ড
উঃ [A] অভিনয়
৪) তথ্যভিত্তিক কোন কিছু পড়াতে প্রয়োজন-
[A] মডেল
[B] ব্ল্যাক বোর্ড
[C] চার্ট
[D] মানচিত্র
উঃ [C] চার্ট
৫) শিক্ষামূলক উপকরণ গুলিকে ভাগ করা যায়-
[A] তিন ভাগে
[B] চার ভাগ
[C] পাঁচ ভাগে
[D] কোনো ভাগ করা হয়নি
উঃ [C] পাঁচ ভাগে
৬) এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রব্য উপকরণের মধ্যে পড়ে?
[A] রেডিও
[B] গ্রামোফোন
[C] স্লাইড
[D] টেলিভিশন
উঃ [B] গ্রামোফোন
৭) কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে?
[A] শ্রাব্য উপকরণ
[B] দৃশ্য শ্রাব্য উপকরণ
[C] দৃশ্য যোগ্য উপকরণ
[D] পাঠ্য যোগ্য উপকরণ
উঃ [D] পাঠ্য যোগ্য উপকরণ
৮) শিক্ষনীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন-
[A] শিক্ষা উপকরণ
[B] প্রশ্ন ও উত্তর
[C] ব্ল্যাকবোর্ড
[D] চক, ডাস্টার
উঃ [A] শিক্ষা উপকরণ
৯) পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে?
[A] শিক্ষার্থীদের
[B] শিক্ষকদের
[C] শিক্ষার্থীদের ও শিক্ষকদের
[D] সব মানুষের
উঃ [C] শিক্ষার্থীদের ও শিক্ষকদের
১০) ফ্লানেল বোর্ড পাঠদানের সময় ব্যবহার করার কারণ-
[A] বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফ্লানেল বোর্ডে টাঙ্গালে সহজে শিক্ষার্থীদের তা দেখানো যায় ও বোঝানো যায়
[B] ব্ল্যাকবোর্ড না থাকার জন্য এই বোর্ড ব্যবহার করা যায়
[C] ফ্লানেল বোর্ড অন্যতম শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার করা হয়
[D] কোনোটিই নয়
উঃ [A] বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফ্লানেল বোর্ডে টাঙ্গালে সহজে শিক্ষার্থীদের তা দেখানো যায় ও বোঝানো যায়
১১) শিক্ষণ উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন-
[A] দৃষ্টিহীনদের জন্য
[B] সকলের জন্য
[C] দৃষ্টিযুক্ত শিশুদের জন্য
[D] বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য
উঃ [A] দৃষ্টিহীনদের জন্য
১২) শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ড শ্রেণিকক্ষে কেমন জায়গায় রাখতে হবে?
[A] দেওয়ালে টাংগিয়ে দেবেন
[B] যাতে সকলে দেখতে পায়
[C] এককোণে টাঙ্গানো দরকার
[D] কোনোটিই নয়
উঃ [B] যাতে সকলে দেখতে পায়
Primary TET Practice Set: Download Now
১৩) দর্শনভিত্তিক উপকরণ হল-
[A] ম্যাপ
[B] টেলিভিশন
[C] রেডিও
[D] সিনেমা
উঃ [A] ম্যাপ
১৪) পুস্তক কী?
[A] মানবজাতির চিন্তাধারার বিবরণ
[B] বিশেষ মানুষের চিন্তাধারার বিবরণ
[C] বিশেষ জাতির চিন্তাধারার বিবরণ
[D] কোন কোন জাতির চিন্তাধারার বিবরণ
উঃ [A] মানবজাতির চিন্তাধারার বিবরণ
১৫) শিক্ষামূলক প্রদীপনের গুরুত্ব হল-
[A] বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে
[B] বিষয়বস্তু তুলে ধরে
[C] বিভিন্ন জিনিস গড়ে তুলতে আগ্রহী করা
[D] শিক্ষকের দক্ষতা প্রকাশ পায়
উঃ [A] বিমূর্ত ধারণাকে মূর্তভাবে উপস্থাপিত করে