কেন্দ্রীয় সরকারের ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Trainee Engineer and Project Engineer
মোট শূন্যপদ- ২৬০ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স, সিভিল ও ইলেকট্রিক্যাল।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে B.E/ B.Tech/ B.Sc Engineering করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও Trainee Engineer পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা ও Project Engineer পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- Trainee Engineer পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৩০,০০০/- টাকা থেকে ৪০, ০০০/- টাকা এবং Project Engineer পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা থেকে ৫৫,০০০/- টাকা।
বয়স- Trainee Engineer পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং Project Engineer পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন শেষ তারিখ- ১৪ ডিসেম্বর, ২০২২
আবেদন ফি- Trainee Engineer পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১৫০/- টাকা। এবং Project Engineer পদের ক্ষেত্রে ৪০০/- টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর (SC/ ST/ PWBD) প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
Official Notification: Download Now
Apply Now: Click Here