রাজ্যের স্কুলে গেস্ট টিচার ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- গেস্ট টিচার।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- জিওগ্রাফি-২, ম্যাথমেটিক্স-১
মোট শূন্যপদ- ৩ টি।
পদের নাম- গ্রুপ- ডি।
মোট শূন্যপদ- ৩ টি।
বয়স– উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন– সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- উপরে উল্লেখিত পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে প্রার্থীদের অবসরপ্রাপ্ত (retired) হতে হবে।
চাকরির খবরঃ WBPSC -এর মাধ্যমে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান– Office Chember of S.D.O, Suri, Sadar (1st Floor of Prashashan Bhawan), Birbhum
ইন্টারভিউয়ের তারিখ- ২১ ডিসেম্বর, ২০২২
নিয়োগ স্থান- Md. Bazar, Rajnagar, Dubrajpur Govt. Model School
Official Notification: Download Now
Official Website: Click Here