ডিসেম্বরের ১১ তারিখ সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। প্রথম থেকেই এই পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তাই কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সেইমতো প্রকাশ পায় একাধিক নিয়মাবলী, বিস্তারিত গাইডলাইন। পর্ষদের তরফে জানানো হয় পরীক্ষার দিন রুমে প্রবেশ থেকে শেষ পর্যন্ত এরকম বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। এই প্রতিবেদনে সে বিষয়ে বর্ণনা করা হলো।
পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত যে যে নিয়মগুলি থাকতে চলেছে:-
১) পরীক্ষা দেওয়ার রুমে একজন ইনভিজিলেটর থাকবে, রুমটিতে পরীক্ষার্থীদের সংখ্যা 25 জন হবে।
২) সকাল 9:30am থেকে 11:00am এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে যেতে হবে।
৩) কোনোভাবেই 11:00am এর পরে প্রবেশ গ্ৰহণযোগ্য নয়।
৪) 11:30am এর মধ্যে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, চেক করা হবে।
৫) ইনভিজিলেটর 11:30am থেকে 11:45 এর মধ্যে পরীক্ষা সম্পর্কীত যাবতীয় বিষয় ভালোভাবে বুঝিয়ে দেবেন।
৬) 11:45 am বুকলেট এবং সাথে ওএমআর (প্রশ্নপত্র এবং তার মধ্যে থাকা ওএমআর) দেওয়া হবে।
৭) 11:45am থেকে 11:59am অবধি পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যগুলি ভালো করে পড়তে হবে।
৮) 12:00pm থেকে 2:30pm অবধি পরীক্ষা চলবে। এবং এর মাঝে 2:25pm এ ওয়ার্নিং বেল বাজবে।
৯) সমগ্র পরীক্ষাকেন্দ্র সিসিটিভি দ্বারা ঘেরা থাকবে।
১০) পরীক্ষার্থী তার সাথে কোনো ধাতব বস্তু রাখতে পারবে না। যেমন, হাতের আংটি, বালা, চুড়ি, কানের দুল, গলার চেন ইত্যাদি ধাতু দিয়ে বানানো বস্তু।
১১) পরীক্ষার দিন নিজেদের অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। যেমন: মাধ্যমিকের অ্যাডমিট / আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স।
১২) অ্যাডমিট কার্ড এর দুই কপি জেরক্স।
Primary TET Practice Set: Download Now
১৩) অ্যাডমিটে যে ছবি আছে, সেই ছবিই দু কপি নিতে হবে।
১৪) নিজস্ব কালো কালির বল পেন নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের।
১৫) অরিজিনাল ওএমআর যেটা গোলাপি রংয়ের দেখতে হবে, সেটি ইনভিজিলেটর নিয়ে নেবেন, সাথে একটি প্রিন্টেড ওএমআর।
১৬) প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই দেখে নেবেন, আপনার বুকলেটে, অ্যাডমিট কার্ড এবং আপনার ওএমআর এ ইনভিজিলেটর সই করেছেন কি না!
১৭) অরিজিনাল ওএমআর এর নীচে একটি কার্বন কপি থাকবে সেটি এবং প্রশ্নপত্রটি পরীক্ষার্থীরা নিয়ে আসতে পারবেন।
বর্তমান পরিস্থিতির নিরিখে বিভিন্ন দিক থেকে বিদ্ধ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম থেকেই টেট নিয়ে চলেছে বিতর্কের ঝড়। ডি.এল.এড প্রশ্নপত্র ফাঁসের পর পর্ষদের স্বচ্ছতা রীতিমতো প্রশ্নের মুখে। এছাড়া পূর্ববর্তী টেট পরীক্ষার নম্বর তালিকা নিয়ে সামনে আসে বহু বিতর্ক। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে মামলা চলছে আদালতে। এবছরের টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোডেও সমস্যায় পড়েছিলেন বহু পরীক্ষার্থী। তার সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন বিভ্রান্তি তো দোসর। এসবের মধ্যে ‘প্রাইমারি টেট ২০২২’ কার্যত এক চ্যালেঞ্জ পর্ষদের কাছে। ফলে পরীক্ষার সার্বিক সফলতায় সমস্ত দিক থেকে তৎপর রাজ্য প্রশাসন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ।