চাকরির খবর

TET Answer Key: টেটের উত্তরপত্র আপলোড হতে পারে চলতি সপ্তাহেই! পড়ুন বিস্তারিত

Advertisement

TET Answer Key: কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। পরীক্ষা মিটতেই পর্ষদ সভাপতির কথায় দ্রুত ফলপ্রকাশের ইঙ্গিত মেলে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফলপ্রকাশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পর্ষদের অন্দরে। গত সপ্তাহের শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক সেরেছে পর্ষদ। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শুরুর দিকেই ওয়েবসাইটে আপলোড করা হতে পারে টেটের উত্তরপত্র।

এবছরের টেট পরীক্ষা নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক রাজ্য। নির্বিঘ্নে পরীক্ষা সারতে তৎপর ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যথারীতি নিরাপত্তা বন্ধনীর মাঝে সম্পন্ন হয় প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। রাজ্যের কয়েকটি প্রান্তে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বিশেষ কোনোও অশান্তি সৃষ্টি হয়নি টেটের দিন। পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিচারপতিও। পরীক্ষা শেষ হতেই পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিকদের জানান, শীঘ্রই টেটের ফলপ্রকাশ করতে চায় পর্ষদ। এছাড়া কিছুদিন আগেই জানা যায়, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সারতে পরীক্ষা শেষের কিছুদিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ করতে চাইছে পর্ষদ।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গের মোট ১০ টি চাকরির খবর দেখুন 

এবার জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে ইতিমধ্যেই ফলপ্রকাশ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। গত সপ্তাহের শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক সেরেছে পর্ষদ। সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুর দিকেই ওয়েবসাইটে আপলোড হতে পারে উত্তরপত্র। পর্ষদের তরফে জানা যাচ্ছে, উত্তরপত্র আপলোড হওয়ার পর সে বিষয়ে পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে। এরপর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল। তবে ডিসেম্বর মাসের মধ্যেই যে ফলাফল প্রকাশ পাবে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে জানায়নি পর্ষদ।

বলাই বাহুল্য বর্তমান পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সাথে টেট নিয়ে জল্পনা প্রথম থেকেই রয়েছে। ফলে টেট পরীক্ষা নির্বিঘ্নে মিটতেই সুষ্ঠুভাবে পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিকে নজর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related Articles