ভারত সরকারের তরফে রাজ্যে লাইট হাউসে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 08/2022
পদের নাম- টেকনিশিয়ান (Electrical/ Genaral)
মোট শূন্যপদ- ২ টি। (Electrical-১ টি, Genaral-১ টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে টেকনিশিয়ান ইলেক্ট্রিক্যাল পদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন ২৯, ৫০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ রাজ্যে স্টিল কারখানায় কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র (Annexure-i ) ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনের ঠিকানা- To The Director, Directorate of Lighthouse and Lightships, Deep Bhavan, D-372/2, Taratala Road, Kolkata-700088, West Bengal.
আবেদনের শেষ তারিখ– ০১ জানুয়ারি, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- কলকাতা, পশ্চিমবঙ্গ
Official Notification: Download Now
Official Website: Click Here