চাকরির খবর

Primary TET Interview | প্রাইমারি টেট ইন্টারভিউতে রীতিমতো ক্লাস নিতে হবে প্রার্থীদের! সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের

Advertisement

Primary TET Interview: শুরু হতে চলেছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। চলতি ডিসেম্বরেই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে চলেছে পর্ষদ। আগামী ২৭শে ডিসেম্বর আয়োজিত হবে প্রথম দফার ইন্টারভিউ। জানা যাচ্ছে, এবারের ইন্টারভিউ প্রক্রিয়ায় বেশ কিছু নয়া সিদ্ধান্ত নেওয়ার পথে পর্ষদ। ইন্টারভিউর পাশাপাশি অ্যাপটিটিউড টেস্টেও আনা হবে অভিনবত্ব। সূত্রের খবর, এবারের প্রাইমারি টেটের অ্যাপটিটিউড টেস্টে চক ডাস্টার সহ ক্লাস নিতে হবে চাকরিপ্রার্থীদের। প্রত্যেক পরীক্ষক যা নম্বর দেবেন তা সরাসরি চলে যাবে পর্ষদের সার্ভারে।

পর্ষদের তরফে শূণ্যপদের ঘোষণা এর আগেই হয়েছিল। এবার সেই শূণ্যপদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেবে পর্ষদ। সম্প্রতি জানা গিয়েছে আগের মতো জেলায় জেলায় ইন্টারভিউর পরিবর্তে কলকাতাতেই অনেকগুলি টেবিল বানিয়ে নেওয়া হবে ইন্টারভিউ। তবে ভালো নম্বর পেলেই যে সেই প্রার্থী ক্লাসে ভালো করে পড়াতে পারবেন সে ব্যাপারে নিশ্চয়তা থাকে না। এর আগে সংশ্লিষ্ট বিষয় নিয়ে অভিযোগ ওঠে। বহু প্রার্থী পরীক্ষায় ভালো নম্বর পেলেও শিক্ষকতায় পারদর্শী হন না। এই সমস্ত দিক বিবেচনা করে পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে এবারের অ্যাপটিটিউড টেস্টে চাকরিপ্রার্থীদের রীতিমতো ক্লাস নিয়ে দেখাতে হবে। অর্থাৎ যেভাবে তাঁরা স্কুলে পড়াবেন, ঠিক সেভাবেই ইন্টারভিউ দিতে হবে তাঁদের।

আরও পড়ুনঃ
প্রাইমারি টেট ইন্টারভিউ হবে কলকাতাতেই
১৬৯৪ জন প্রার্থীর চাকরি বাতিল হতে পারে

পর্ষদ সূত্রে খবর, শুধুমাত্র যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে তা নয়। আগের মতো প্রার্থীদের মৌখিক পরীক্ষাও নেবে পর্ষদ। তবে পরীক্ষকেরা প্রার্থীদের যে নম্বর দেবেন তা সরাসরি পৌছে যাবে পর্ষদের সার্ভারে। যিনি পরীক্ষা নেবেন তিনিই পর্ষদের সার্ভারে আপলোড করবেন নম্বরগুলি। এছাড়া গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করা হবে বলে জানা গিয়েছে। নম্বর আপলোডের পর তিনজন পরীক্ষকের দেওয়া গড় নম্বরের ভিত্তিতে নিয়োগ পাবেন প্রার্থীরা। পর্ষদ জানিয়েছে এবারের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় একমাত্র যোগ্য ব্যক্তিরাই নিয়োগ পাবেন। যথারীতি কারচুপি রুখতে সব দিক থেকে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related Articles