Reliance Foundation Scholarship: রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো পড়ুয়াদের জন্য। ধীরুভাই আম্বানির নব্বইতম জন্মদিনে বড়ো ঘোষণা রিলায়েন্সের। জানানো হয়েছে, এবার থেকে দেশের পড়ুয়াদের জন্য বার্ষিক ২ লক্ষ টাকার স্কলারশিপের ব্যবস্থা করবে সংস্থা। প্রায় পঞ্চাশ হাজার স্নাতকস্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেবে রিলায়েন্স ফাউন্ডেশন। স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি থেকে।
Reliance Foundation Scholarship 2023
ইতিমধ্যেই রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা প্রথম বর্ষের পড়াশোনা শুরু করেছেন ও যাঁদের পরিবারের বার্ষিক উপার্জন পনেরো লক্ষ টাকার নীচে, সেই সমস্ত পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবেন এই স্কলারশিপ প্রোগ্রামে। প্রসঙ্গত, এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়েছে সংস্থা। জানানো হয়েছে, এই স্কলারশিপে অন্তর্ভুক্ত হওয়া স্নাতক পড়ুয়ারা বার্ষিক দুই লক্ষ টাকা করে অনুদান পাবেন। এছাড়া প্রায় একশো স্নাতকোত্তর পড়ুয়াদের বার্ষিক ছয় লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হবে।
Apply Now: Swami Vivekananda Scholarship 2022-23
সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, দেশের যুব সম্প্রদায়ের উন্নতিতে অগ্রণী ভূমিকা নিতে চলেছে সংস্থা। পড়ুয়াদের কাছে উচ্চশিক্ষা পৌছে দিতে উদ্যোগী এই সংস্থা। আর্থিক সমস্যার কারণে যাতে পড়ুয়াদের পড়াশোনায় কোনোরকম বিঘ্ন না ঘটে, তাঁরা যাতে উচ্চশিক্ষার পথে অগ্রসর হতে পারে সেদিকটি নিয়েও ভাবছে সংস্থা। সেই উদ্দেশ্য সফল করতে এবছর প্রায় পাঁচ হাজার প্রতিভাবান পড়ুয়াদের অর্থসাহায্য করা হবে সংস্থার তরফে। এছাড়া সংস্থা জানিয়েছে, আগামী দশ বছরে পঞ্চাশ হাজার পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হবে।