পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর তরফে জানানো হলো বেশ কয়েকটি পরীক্ষার রেজাল্টের সময়সূচি। সম্প্রতি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, WBCS (exe) (for group ‘A’ & ‘B’) 2020 পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী ২০ জানুয়ারি ২০২৩, ICDS supervisor (female) Rect. 2019 পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী ২৭শে জানুয়ারি ২০২৩, ও ICDS supervisor (female) (for Aww/CWs) Exam 2019 পরীক্ষার ফলপ্রকাশ হবে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৩।
গত ২০১৯ সালে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর তরফে ICDS Supervisor (female) Rect, ICDS Supervisor (female) (for Aww/CWs) পরীক্ষার আয়োজন করা হয়। এছাড়া ২০২০ সালে আয়োজিত হয় গ্রুপ ‘A’ ও ‘B’ বিভাগের Wbcs (exe) etc. পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেন বহু সংখ্যক প্রার্থী। তবে ২০১৯ ও ২০২০ সালে পরীক্ষা হলেও রেজাল্ট প্রকাশে বিলম্ব হচ্ছিল কমিশনের তরফে। এই বিষয়টি নিয়ে সরব হন চাকরিপ্রার্থীরা।
চাকরির খবরঃ
রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
IRCTC -এর মাধ্যমে রাজ্যে নিয়োগ
রাজ্যের স্কুলে শিক্ষক ও হেল্পার নিয়োগ
তবে এদিন পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে পরীক্ষার রেজাল্ট জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটি ফলো করতে। এছাড়া এ সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।