চাকরির খবর

BREAKING: শেষ হয়েও হলো না শেষ! উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা ডিভিশন বেঞ্চে গেলো

Advertisement

নিউজ ডেস্ক: শেষ হয়েও হলো না শেষ। শেষ পর্যন্ত উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে গেলো। উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার দীর্ঘদিন শুনানি চলার পরে শেষ পর্যন্ত গত ১১ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায় ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ২০১৬ সালের উচ্চ প্রাথমিক নিয়োগের মেধা তালিকা বাতিল করতে হবে। এবং খুব শীঘ্রই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন। এবং তা নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশনও। তবে এবার নতুন নিয়োগ তো দূরের কথা, সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ জারি হওয়ার সম্ভাবনা তৈরী হলো।

এদিন বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় থাকা ১২০ জন‌ প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে। মামলাকারীদের অভিযোগ, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় তাদের নাম ছিল। কিন্তু তাদের বক্তব্য না শুনে যেভাবে একতরফা রায় ঘোষণা করেছে সিঙ্গেল বেঞ্চ, তাতে তাদের মেধা তালিকায় স্থান পাওয়া, তার কোনো গুরুত্ব থাকলো না। তাই ডিভিশন বেঞ্চ যেন মামলাকারীদের বক্তব্য শোনে এবং সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। প্রসঙ্গত এই মামলা আগামী ৪ জানুয়ারি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য আসবে।

Related Articles