আগেই শিরোনামে জায়গা করে নিয়েছিলেন ববিতা সরকার। প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ দুর্নীতি ফাঁস হয় তাঁর জন্যই। এরপরই হাইকোর্টের নির্দেশে চাকরি পান ববিতা। চাকরি হারান মন্ত্রীকন্যা। তবে এবার নম্বর বিতর্কের মুখে ববিতা সরকার নিজেই! ববিতার চাকরির নতুন দাবিদার শিলিগুড়ির অনামিকা রায়।
রাজ্যের নিয়োগ দুর্নীতির দিকে আঙুল তোলা ববিতা সরকারের নিয়োগ এবার প্রশ্নের মুখে। প্রশ্ন উঠছে তাঁর চাকরি নিয়েও। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, ববিতা স্নাতকস্তরে ৫৫ শতাংশ নম্বর পেলেও আবেদনপত্রে তার উল্লেখ রয়েছে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর। এখানে অভিযোগ উঠছে আবেদনের সময় ববিতার স্নাতকের নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। সেই কারণেই কার্যত গণনায় ভুল হয়েছে তাঁর অ্যাকাডেমিক স্কোরেও। দেখা যাচ্ছে, যেখানে ববিতার অ্যাকাডেমিক স্কোর হওয়া উচিত ছিল ৩১, সেখানে তাঁকে দেওয়া হয়েছে ৩৩। এই অতিরিক্ত দুই নম্বর কেন? প্রশ্ন উঠছে সেখানেই। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কমিশনের বক্তব্য, যেহেতু ববিতার চাকরি কোর্টের নির্দেশে হয়েছিল তাই তাঁর আবেদনপত্র স্ক্রুটিনি করা হয়নি। এক্ষেত্রে কোনও প্রার্থী আরটিআই করলে বিষয়টি খতিয়ে দেখবে কমিশন।
আরও পড়ুনঃ
ভারতীয় রেলে মাধ্যমিক পাশে প্রশিক্ষণের সুযোগ
মাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর
রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
ববিতা সরকারের নম্বর নিয়ে জলঘোলার মাঝেই ববিতার পরে থাকা শিলিগুড়ির অনামিকা রায় নামক এক চাকরিপ্রার্থীর দাবি, এই চাকরিটির আসল দাবিদার তিনিই। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে যদি ববিতার অ্যাকাডেমিক স্কোরে দুই নম্বর কমে যায় তবে যথারীতি র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়বেন তিনি। তখন তাঁর চাকরির দাবিদার হবেন অন্য কেউ। এদিকে বিষয় প্রসঙ্গে ববিতা সরকারের বক্তব্য, এসএসসির অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তিনি। এর আগেও লড়েছেন। ভবিষ্যতেও লড়বেন।