শিক্ষার খবর

Madhyamik Exam 2023 | মাধ্যমিকে থাকছে সিসিটিভির কড়া নজরদারি! সাথে একাধিক নয়া পদক্ষেপ!

Advertisement

Madhyamik Exam 2023: আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাড়তি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। নিরাপত্তার সুনিশ্চিতকরণে থাকছে কড়া নজরদারির ব্যবস্থা। জারি করা হচ্ছে বহু নয়া পদক্ষেপ। ইতিমধ্যেই জানা যাচ্ছে, আসন্ন মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা কেন্দ্রেগুলিতে রাখা হবে সিসিটিভি নজরদারি ব্যবস্থা। এছাড়া জিপিএস ম্যাপিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ছবি তোলা হবে বলেও জানা গিয়েছে।

এর আগে রাজ্যে আয়োজিত টেট পরীক্ষায় একাধিক নয়া পদক্ষেপের নিদর্শন লক্ষ্য করা গিয়েছিল। এবার মাধ্যমিক পরীক্ষা নিয়েও বাড়তি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ই মার্চ পর্যন্ত। সূত্রের খবর, এবার টেটের মতোই মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে রাখা হচ্ছে সিসিটিভি নজরদারির ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে বসানো হবে ন্যুনতম তিনটি সিসিটিভি ক্যামেরা।

FB Join

কন্ট্রোল রুম থেকে প্রবেশ ও বাহির পথ সবটাই থাকবে ক্যামেরার নজরদারিতে। ভাবা হয়েছে পরীক্ষা চলাকালীন বিশৃঙ্খলা নিয়েও। এক্ষেত্রে কোনও গোলমাল ঘটলে পরীক্ষা শুরুর আগের ও পরের জিপিএস এর মাধ্যমে তোলা ছবি নিয়ে সরাসরি রিপোর্ট করতে হবে পর্ষদকে। এরকম ঘটনা ঘটলে গোলমাল সৃষ্টি করা পরীক্ষার্থীদের বিদ্যালয়কে ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যালয়কে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া পরীক্ষার দিনগুলিতে পর্ষদ প্রতিনিধির দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজাররা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ক্রমাগত নজরদারি চালাবেন।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

মাধ্যমিক পরীক্ষার দিন পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারিতে পৌছবে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নপত্র পৌছনো থেকে উত্তরপত্র বেরোনো পর্যন্ত মোতায়েন থাকবে পুলিশি পাহারা। নকল রুখতেও থাকছে ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহারেও কড়া পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। সেক্ষেত্রে কেন্দ্রের নিরাপত্তা ও স্বাস্থ্যের দায়িত্বে থাকা পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের মোবাইলের ব্যবহারেও নিয়ন্ত্রণ আনা হবে। অতএব বোঝাই যাচ্ছে আসন্ন মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্যন্ত তৎপর মধ্যশিক্ষা পর্ষদ।

Related Articles