চাকরির খবর

আদালতে দ্বারস্থ ববিতা সরকার! দাবি: ‘ভুলবশত তাঁকে ২ নম্বর বেশি দিয়েছে এসএসসি’!

Advertisement

আগেই শিরোনামে এসেছিলেন ববিতা সরকার। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যার বেআইনি নিয়োগের হদিশ মেলে তাঁর মাধ্যমেই। হাইকোর্টের নির্দেশে চাকরি পান ববিতা। তবে সম্প্রতি প্রশ্নের মুখে পড়লেন স্বয়ং ববিতা সরকার নিজেই! ইতিমধ্যেই অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের তরফে তাঁকে অ্যাকাডেমিক স্কোরে বেশি নম্বর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ববিতা। তাঁর দাবি, ভুলবশত তাঁকে অতিরিক্ত দুই নম্বর বেশি দিয়েছে এসএসসি।

কিছুদিন আগেই ওয়েবসাইটে বিভিন্ন নথি আপলোড করে এসএসসি। তারপরেই ওঠে অভিযোগ। এক্ষেত্রে অভিযোগ আসে, ববিতার আবেদনপত্রে স্নাতকের প্রাপ্ত নম্বরের শতকরা হিসেব বেশি দেখানো হয়েছে। তার জেরেই অ্যাকাডেমিক স্কোরে অতিরিক্ত ‘২’ নম্বর বেশি পেয়েছেন তিনি। সংশ্লিষ্ট ঘটনাটি নজরে আসতেই শিলিগুড়ির অনামিকা রায় নামক এক চাকরিপ্রার্থী দাবি করেন, অতিরিক্ত এই ২ নম্বর কমলে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়বেন ববিতা। অতএব তাঁর চাকরির পরবর্তী দাবিদার হবেন ববিতার পরে থাকা অনামিকা রায় নিজে।

চাকরির খবরঃ
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যের মিউজিয়ামে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে শিক্ষক নিয়োগ

FB Join

এদিকে, সমগ্র ঘটনাটি প্রসঙ্গে ববিতার দাবি, ভুলবশত তাঁকে দুই নম্বর বেশি দিয়েছে এসএসসি। যা ওয়েবসাইটে প্রকাশিত ডকুমেন্ট দেখেই সন্দেহ হয় তাঁর। তাই এবার তিনি দ্বারস্থ হলেন আদালতের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান ববিতা। এদিকে ববিতার অভিযোগ সামনে আসতেই ফের প্রশ্নের মুখে এসএসসির স্বচ্ছতা! ববিতার কথায়, এসএসসির অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তিনি। এর মধ্যেই রয়েছে ববিতা সরকারের আবেদনের পরবর্তী শুনানি।

Related Articles