চাকরির খবর

West Bengal Madhyamik Pass Job: রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ চলছে

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই ওয়াক-ইন- ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনে আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তরে সরাসরি উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। West Bengal Consumer Affairs Recruitment. West Bengal Madhyamik pass job.

প্রতিদিন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। নীচের বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবেন।

পদের নাম: স্টেনোগ্রাফার (ইংরেজি)।

শূন্য পদ: 2 টি।

বয়স:
বয়স হতে হবে 18 থেকে 64 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 17 ডিসেম্বর, 2020 তারিখের হিসাবে।

বেতন: প্রতি মাসে বেতন 15,000 টাকা।

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ বা সমতুল। স্টেনোগ্রাফি কাজে দক্ষ হতে হবে। কম্পিউটার জানতে হবে। এবং কম্পিউটারে টাইপিং জানা বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি:
এই পদগুলিতে আলাদা করে আবেদন করতে হবে না। পশ্চিমবঙ্গ উপভোক্তা বিষয়ক দপ্তরের তরফ থেকে একটি আবেদনপত্রের ফরম্যাট প্রকাশ করা হয়েছে। ওই আবেদনপত্রটি পূরণ করে, সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ইন্টারভিউ -এর তারিখ: 17 জানুয়ারি 2021, সকাল 10:30 AM.

ইন্টারভিউয়ের স্থান:
Additional Consumer Disputes Redressal Commission, Rajarhat (New Town), Kreta Suraksha Bhawan, (Near City Centre II), P.S.- Eco Park, Kolkata- 700161.

Download Application Form
Visit Official Website

এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পদগুলির প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তীকালে চুক্তির স্থায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

Related Articles