রাজ্যে ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম স্কুলে গ্রুপ- সি, গ্রুপ- ডি, নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের একটি জেলা বিভিন্ন ব্লকের ইংলিশ মিডিয়াম ও বেঙ্গলি মিডিয়াম স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- 02/2023/EDN
পদের নাম- Group- C
মোট শূন্যপদ- ৭ টি।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired ( Group- C Catagory Government Employees) হতে হবে।
পদের নাম- Group- D
মোট শূন্যপদ– ৬ টি।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired ( Group- D Catagory Government Employees) হতে হবে।
পদের নাম- Night Guard, Security Guard
মোট শূন্যপদ- ৫ টি। (Night Guard-3, Security Guard-2)
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে Retired (Ex-servicemen/ NVF/ Home Guard Employees) হতে হবে।
চাকরির খবরঃ Kharagpur IIT -তে কর্মী নিয়োগ
পদের নাম- গেস্ট টিচার (Upper Primary)
মোট শূন্যপদ- ৮ টি।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Bio Science -2, Pure Science-2, English -2
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক পাস সহ যেকোনো সরকারি প্রাইমারি স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবেদনের যোগ্য। এছাড়াও বিএড বা সমমানের প্রশিক্ষণ ডিগ্রি করা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- Vivekananda Metting Hall, Office of the District Magistrate & Collector, Jhargram
ইন্টারভিউয়ের তারিখ- ১৬, ১৭ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যে হিন্দুস্থান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
নিয়োগ স্থান- বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক ভিত্তিক ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়াম স্কুলে।
Official Notification: Download Now
Official Website: Click Here