কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে রাজ্যে সি-আর্ম টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- BECIL/MR-Project/1/CNCI/Advt.2022/250
পদের নাম- C-Arm Technician
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো সরকার স্বীকৃত মেডিকেল বোর্ড দু বছরের Cath Lab Technician-এ ডিপ্লোমা করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,০০০/- হাজার টাকা।
চাকরির খবরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নিতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫/- টাকা এবং SC/ ST/ EWS/ PH প্রার্থীদের ক্ষেত্রে ৫৩১/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ১৭ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ১৮ জানুয়ারি, ২০২৩
ইন্টারভিউয়ের স্থান- Chittaranjan National Cancer Institute (CNCI), Kolkata, Street No.299, DJ Block, Action Area-1, Newtown, Kolkata-700156
Official Notification: Download Now
Apply Now: Click Here