Railway NTPC Today 2nd Shift Questions: আজ 28 ডিসেম্বর, 2020 সোমবার। আজ থেকে শুরু হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত NTPC পরীক্ষা। আজকের 1st শিফটের প্রশ্ন আপডেট করা হয়েছে। এই পোস্টে আজকের NTPC পরীক্ষার 2nd শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। Railway NTPC Today 2nd Shift Questions (Based on candidates memory).
১) জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে হয়েছিল? উঃ 13 এপ্রিল 1919
২) মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? উঃ কেরালা (1920)।
৩) পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উঃ সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির (লর্ড ক্লাইভ) মধ্যে। 1757।
৪) UNDP (United Nation Development Programme) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ নিউইয়র্ক।
৫) NIU -এর পুরো নাম কি? উঃ নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট।
৬) NOKIA কোম্পানির CEO -এর নাম কি? উঃ Pekka Lundmark.
৭) BARC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ ট্রম্বে।
৮) BAFTA -এর চেয়ারম্যানের নাম কি? উঃ কৃষ্ণেন্দু মজুমদার।
৯) ভিটামিন D -এর অভাবে কোন রোগ হয়? উঃ শিশুদের ক্ষেত্রে রিকেট এবং বয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ হয়।
১০) FICCI full form- Federation of Indian Chambers of Commerce & Industry.
Railway NTPC Today 2nd Shift Questions
১১) স্যাফরনের শহর কাকে বলা হয়? উঃ জম্মু-কাশ্মীর।
১২) Paytm কোম্পানির CEO -এর নাম কি? উঃ বিজয় শেখর শর্মা।
১৩) রাজস্থানের রাজ্যপালের নাম কি? উঃ কালরাজ মিশ্র।
১৫) ভারী জলের সংকেত কি? উঃ D20 (ডয়টেরিয়াম অক্সাইড)।
১৬) NDA কোথায় অবস্থিত? উঃ পুনে।
১৭) বুদ্ধদেবের সবচেয়ে উঁচু মূর্তি- উঃ স্প্রিং টেম্পল।
১৮) 2020 সালে G20 সম্মেলন কোন দেশ হোস্ট করেছে? উঃ সৌদি আরব।
১৯) ভারতের উপরাষ্ট্রপতির বেতন কত? উঃ চার লক্ষ।
২০) GNP -এর পুরো নাম কি? উঃ Gross National Product.
Railway NTPC Today 2nd Shift Questions
২১) কত খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার নোবেল পুরস্কার পেয়েছেন? উঃ 1930
২২) মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত? উঃ 8848.86 মিটার।
২৩) কোন সিনেমা 2020 সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে? উঃ Gully Boy
২৪) FIFA 2022 কোথায় অনুষ্ঠিত হবে? উঃ কাতার।
২৫) -COOH কার্যকরী মূলকের নাম কি? উঃ কার্বক্সিলিক অ্যাসিড।
২৬) ব্রহ্মাণ্ড সংক্রান্ত গবেষণাকে কি বলে? উঃ কসমোলজি।
২৭) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়? উঃ ভিটামিন K
২৮) ভারতের জাতীয় জলজ জীব কোনটি? উঃ গঙ্গার ডলফিন।
২৯) রক্তের pH কত? উঃ 7.3- 7.8
৩০) মদের pH কত? উঃ 3- 5
৩১) TISCO (টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি) -এর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উঃ মুম্বাই।
৩২) মঙ্গোলিয়ার রাজধানী কোথায় অবস্থিত? উঃ উলান বাটার।
Railway NTPC Today 2nd Shift Questions
৩৩) 1988 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উঃ রাজীব গান্ধী।
৩৪) শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উঃ কর্ণাটক রাজ্যের কাবেরী নদীতে অবস্থিত।
৩৫) কত খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার প্রদান শুরু হয়? 1954 খ্রিস্টাব্দে।
৩৬) লোদী বংশের শেষ সম্রাটের নাম কি? উঃ ইব্রাহিম লোদী।
৩৭) টমেটোতে কোন এসিড থাকে? উঃ অক্সালিক অ্যাসিড।
৩৮) CSIR -এর পুরো নাম কি? উঃ Council of Scientific & Industrial Research
৩৯) আলমগীর কোথায় অবস্থিত? উঃ উত্তরপ্রদেশের বারাণসীতে।
৪০) ক্লোরিন পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থান করে? উঃ 17 নাম্বার শ্রেণী।
৪১) CFC -এর পুরো নাম কি? উঃ ক্লোরোফ্লুরো কার্বন।
৪২) UNSC -এর সদর দপ্তর কোথায়? উঃ নিউইয়র্ক।
প্রতিদিন এইভাবে প্রতিটি শিফটের প্রশ্নোত্তর আপডেট দেওয়া হবে। তাই প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।