SBI PO Result: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর তরফে প্রকাশ পেল প্রবেশনারি অফিসার (পিও) এর প্রিলিমস পরীক্ষার ফলাফল। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আগের বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের সময়কালে। সেইমতো সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জানানো হচ্ছে, এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) তে গিয়ে ফলাফল দেখতে পারেন পরীক্ষার্থীরা।
ফলাফল দেখবেন কিভাবে?
১) এসবিআই পিও প্রিলিমস পরীক্ষার ফলাফল দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট (sbi.co.in) এ যেতে হবে।
২) এরপর ‘ক্যারিয়ার’ বিভাগে যেতে হবে পরীক্ষার্থীদের।
৩) এরপর এসবিআই পিও প্রিলিমস পরীক্ষার ফলাফলের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৪) এরপর রোল, রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে।
৫) এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা যাচাই করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
৬) এবার ফলাফলটি স্ক্রিনে প্রদর্শিত হবে।
৭) চাইলে ফলাফলটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ ১১ হাজার শূন্যপদে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ
এসবিআই এর প্রবেশনারি অফিসার (পিও) পদের পরীক্ষাটির মাধ্যমে মোট ১,৬৭৩ টি শূন্যপদ পূরণ করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষাটি প্রিলিমস ও মেন দুটি পর্বে আয়োজিত হয়। প্রিলিমস পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২২ এর ডিসেম্বরের ১৭ থেকে ২০ তারিখের সময়কালে। প্রিলিমস পর্বে উত্তীর্ণ প্রার্থীরা মেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এসবিআই প্রবেশনারি অফিসার (পিও) পদের মেন পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৩০শে জানুয়ারি নাগাদ।