পরীক্ষা প্রস্তুতি

Railway NTPC 29 December 2nd Shift Exam Analysis: আজকে কি কি প্রশ্ন এলো দেখুন

Advertisement

Railway NTPC 29 December 2nd Shift Exam Analysis: আজ 29 ডিসেম্বর, 2020 মঙ্গলবার। ইতিমধ্যেই আজকের প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের সুবিধার্থে সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের NTPC পরীক্ষার প্রথম শিফটের জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স -এর কিছু প্রশ্ন দেওয়া হল। RRB NTPC 29 December Shift 2 Analysis (Based on candidates memory). Railway NTPC 29 December 2nd Shift Analysis.

১) GST -এর পুরো নাম কি? উঃ Goods and Service Tax.
২) গীতগোবিন্দ কে রচনা করেন? উঃ জয়দেব।
৩) ভারতের দীর্ঘতম রোড কোনটি? উঃ NH 44
৪) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম কি? উঃ Thiru Edappadi K Palaniswami
৫) কবে ভারতে ক্যাবিনেট মিশন আসে? উঃ 1946
৬) লেবুর রসে pH -এর মান কত? উঃ 2- 3 (2.5)
৭) 2019 ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? উঃ ব্রাজিলের প্রধানমন্ত্রী জাইর বোলসোনারো।
৮) চীনের রাজধানী কোথায় অবস্থিত? উঃ বেজিং।
৯) কাকে ইউরেনিয়ামের ভান্ডার বলা হয়? উঃ ঝাড়খণ্ডের জাদুগুদা।
১০) ASCII -এর পুরো নাম কি? উঃ American standard code for information interchange.

১১) HLL -এর পুরো নাম কি? উঃ High Level Language.
১৩) শের শাহ সুরি কোথায় জন্মগ্রহণ করে? উঃ সাসারাম (1472)
১৪) 2020 IPL Winner? উঃ মুম্বাই ইন্ডিয়ান্স।
১৫) কে কংগ্রেস প্রতিষ্ঠা করেন? উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।
১৬) 2020 রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন? উঃ রানী রামপাল, ভিনেশ ফোগাট, এম থাঙ্গেভলু, মনিকা বাত্রা, রোহিত শর্মা।
১৭) UNO -এর বর্তমান সেক্রেটারি জেনারেলের নাম কি? উঃ অ্যান্টোনিও গুটেরিস।
১৮) সংবিধানের কত ধারায় রাষ্ট্রপতি সম্পর্কে বর্ণিত রয়েছে? উঃ 52 নম্বর ধারা।
১৯) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1885।
২০) SMTP -এর পুরো নাম কি? উঃ Simple Mail Transfer Protocol.
২১) সাঁচি স্তুপ কোন রাজ্যে অবস্থিত? উঃ মধ্যপ্রদেশ।
২২) হূড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উঃ ঝাড়খন্ড।
২৩) সুক্রেশর মন্দির কোন রাজ্যে অবস্থিত? উঃ আসাম।

RRB NTPC All Shift Questions

Related Articles