চাকরির খবর

কেন্দ্রীয় সরকারের উপকূলীয় রক্ষক বাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Advertisement

ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্স এর তরফে উপকূলীয় রক্ষক বাহিনীতে নাবিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

Employment No- Nil
পদের নাম- Navik (Domestic Branch)
মোট শূন্যপদ- ৩০ টি। (UR- 12, EWS- 02, OBC- 10, ST-2, SC- 4)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

join Telegram

পদের নাম- Navik (General Duty)
মোট শূন্যপদ- ২২৫ টি। (UR-88, EWS- 22, OBC-61, ST-22, SC-32)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Maths and Physics নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির কবরঃ রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগ

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১ সেপ্টেম্বর ২০০১ থেকে ৩১ আগস্ট ২০০৫ জান্ম তারিখ অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card এর মাধ্যমে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Related Articles