কালিম্পং জেলার জেলা পরিষদের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ- এর মাধ্যমে নিয়োগ করা হবে। (এটি চুক্তিভিত্তিক পদ)
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO).
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ, সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
বয়স- 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- প্রতি মাসে বেতন 11000 টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সংঘের সমস্ত নথিপত্র মুখ বন্ধ খামে ভরে জমা দিতে হবে কালিম্পং জেলার ভূমি অধিগ্রহণ দপ্তরের অফিসে। (All Applications should be Submitted in the Land Acquisition Section of the District Magistrate, Kalimpong).
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- 26 জুন, 2020 বিকেল 5 টার মধ্যে।
ইন্টারভিউ- এর তারিখ- 29 জুন 2020 সকাল 11 টা থেকে।
For any Query Contact:
Ph. No.- 03552-2552
Mobile No.- 8250111184