UGC NET 2023: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে বৃদ্ধি করা হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন- ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) পরীক্ষার আবেদনের সময়সীমা। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে আগামী সোমবার অর্থাৎ ২৩শে জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা পরীক্ষার ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আবেদন জানাবেন কিভাবে?
১) ইউজিসি নেট ২০২৩ পরীক্ষার আবেদন জানানোর জন্য প্রার্থীদের প্রথমে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট (ugcnet.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজিসি নেট’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার নতুন অ্যাকাউন্ট বানিয়ে অথবা লগ ইন করে পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে।
৪) এরপর ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর দিতে হবে।
৫) এরপর পরীক্ষার আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৬) এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে ফি জমা দিতে হবে।
৭) এরপর আবেদনপত্রটি সাবমিট করার পর কনফারমেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে হবে।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন
প্রসঙ্গত, গত ২৯শে ডিসেম্বর থেকেই শুরু হয়েছে ইউজিসি নেট পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। ইউজিসি নেট পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে চলবে ১০ই মার্চ পর্যন্ত। এনটিএ এর তরফে জানানো হয়েছে, প্রার্থীদের আবেদনপত্রের ভুল সংশোধনের জন্য আলাদা করে আর সুযোগ দেওয়া হবে না। তাই ফর্ম ফিল আপের সময় সঠিক তথ্য দ্বারা পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন পরীক্ষার্থীরা।