চাকরির খবর

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা

Advertisement

রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় ল্যাবরেটরি টেকনিশিয়ান কাউন্সিলর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- DH&FWS/APD/2022-23/983
পদের নাম- Laboratory Technician
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry & Mathematics/ Biological Science -এ উচ্চমাধ্যমিক পাশ সহ Medical Laboratory Technology -তে ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা।

join Telegram

চাকরির খবরঃ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

পদের নাম- Block Data Manager
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা।

চাকরির খবরঃ ভারতীয় ডাক বিভাগে বিরাট নিয়োগ

পদের নাম- Counsellor
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Sociology/ Applied Psychology/ Social Work/ Anthropology/ Human Development -এ M.A/ M.Sc করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Chief Medical Officer Of Health & Member Secretary, DH & FWS, Babupura, New Alipurduar, Word No-XII, Dist-Alipurduar, Pi-736121
আবেদনের শেষ তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles