রাজ্যে নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্তে চলছে জোরকদমে। তদন্ত প্রক্রিয়ায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত কুন্তল ঘোষের চিনার পার্কের দুটি ফ্ল্যাটে তদন্ত চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা। এরপরই সেখানকার তল্লাশিতে অন্যান্য নথিপত্রের সাথে খোঁজ মিললো ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, ওএমআর শিটের প্রতিলিপি।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কান্ডে ইডি হেফাজতে রয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সূত্রের খবর, তদন্তকারীরা কুন্তল ঘোষের ফ্ল্যাটের তল্লাশিতে উদ্ধার করেছেন বিপুল পরিমাণ নথি, একাধিক ডায়েরি। সেখান থেকেই পাওয়া গিয়েছে ২০২২ টেট পরীক্ষার্থীদের ডকুমেন্টস! প্রায় কয়েকশো প্রার্থীর নথি মিলেছে বলেই জানা যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হয়েছে। কিভাবে টেট পরীক্ষার্থীদের নথিপত্র ওই স্থানে পৌছলো, আর কেনই বা সেখানে ছিল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উঠছে নানা রাজনৈতিক তরজাও। সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা।
চাকরির খবরঃ হোস্টেলে কেয়ার টেকার নিয়োগ
প্রসঙ্গত, কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে ২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষা। ডিসেম্বরের ১১ তারিখ অনুষ্ঠিত হয় পরীক্ষাটি। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে টেটের অ্যানসার কি। তবে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ পায়নি। ২০২২ সালের টেট নিয়ে পর্ষদের তরফে জানানো হয়েছিল, এবছরের নিয়োগ প্রক্রিয়ায় কোনোও প্রকার জালিয়াতি বরদাস্ত করা হবে না। তবে এবার কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে টেট পরীক্ষার্থীদের নথি উদ্ধার হতে ফের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশায় রাজ্যবাসী।