শিক্ষার খবর

CBSE Exam 2023: সিবিএসই পরীক্ষার্থীদের জন্য অনুশীলন প্রশ্ন! কিভাবে দেখবেন? জানুন বিস্তারিত

Advertisement

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ডের তরফে প্রকাশ করা হলো দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ‘প্র্যাকটিস কোয়েশ্চেন’ সেট। পরীক্ষার আগে প্রস্তুতিকালে পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট কোয়েশ্চেনগুলির অনুশীলনের দ্বারা উপকৃত হবেন। সেক্ষেত্রে সিবিএসই ওয়েবসাইট (cbseacademic.nic.in/) -এ গিয়ে অনুশীলন প্রশ্নগুলি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

কিভাবে দেখবেন অনুশীলন প্রশ্নগুলি?

১) সিবিএসই ‘প্র্যাকটিস কোয়েশ্চেন’ দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (cbseacademic.nic.in/) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘কোয়েশ্চেন ব্যাঙ্ক’ সেকশনে ক্লিক করতে হবে।
৩) এবার ‘অ্যাডিশনাল প্র্যাকটিস কোয়েশ্চেন’ সেকশনে যেতে হবে পরীক্ষার্থীদের।
৪) এই সংশ্লিষ্ট বিভাগ থেকে বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে IRCTC -তে কর্মী নিয়োগ

FB Join

প্রসঙ্গত, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। চলবে মার্চ মাস পর্যন্ত। শীঘ্রই প্রকাশ পাবে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড। তবে তার আগে পরীক্ষার্থীদের সুবিধার্থে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ পেল বিভিন্ন বিষয়ের ‘প্র্যাকটিস কোয়েশ্চেন সেট’। প্রতি প্রশ্নের জন্য কত নম্বর ধার্য করা হয়েছে তারও বর্ণনা রয়েছে এখানে। কিছুদিন বাদে অনুষ্ঠিত হতে চলা সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনায় উদ্যোগী সিবিএসই বোর্ড।

Related Articles