প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির জন্য একটি প্রবেশিকা পরীক্ষা (PUMDET) দিতে হবে পরীক্ষার্থীদের। সম্প্রতি সংশ্লিষ্ট পরীক্ষাটির রেজিস্ট্রেশন শুরু করেছে ইউনিভার্সিটি। আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারবেন।
এবছর থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা আয়োজনের দায়িত্বভার নিয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স একজ়ামিশন বোর্ড (ডাব্লিউবিজেইইবি)। সেইমতো আগ্রহী প্রার্থীরা ‘WBJEEB’ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটি হলো (wbjeeb.nic.in)। জানা যাচ্ছে, আগামী ৯ই জুলাই নাগাদ প্রবেশিকা পরীক্ষা (পিউএমডিইটি) এর আয়োজন করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর ১২:০০ থেকে চলবে ১:৩০ পর্যন্ত। মূলত মাল্টিপল চয়েস ভিত্তিক তথা এমসিকিউ প্রশ্নের ওপর পরীক্ষাটি নেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। প্রতি পেপারে থাকবে ৫০টি প্রশ্ন। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেতে পারে ১-৯ জুলাইয়ের মধ্যে। প্রসঙ্গত, পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়ে কোনোও ভুল-ভ্রান্তি হলে তা ২৩-২৪ ফেব্রুয়ারির মধ্যে সংশোধন করা যাবে।
চাকরির খবরঃ UPSC Civil Services Examination 2023
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনোও বয়সসীমা রাখা হয়নি। তবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের কোনোও স্বীকৃত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান থেকে সেই বিষয়ে অনার্স সহ স্নাতক হতে হবে। ইচ্ছুক প্রার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে নজর রাখবেন।