চাকরির খবর

Calcutta High Court: বেআইনিদের সরিয়ে এবার যোগ্য প্রার্থীদের নিয়োগ করুন! এসএসসির উদ্দেশ্যে নির্দেশ বিচারপতির!

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে চরম অস্বস্তিতে রাজ্য। সংশ্লিষ্ট ঘটনায় চারিদিক থেকে বিদ্ধ স্কুল সার্ভিস কমিশন। আদালতের বিচারে চাকরি বাতিল হচ্ছে একের পর এক অযোগ্য শিক্ষকদের। প্রাথমিক, উচ্চ প্রাথমিক সর্বত্র একই পরিস্থিতি। এ প্রসঙ্গে এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু বেআইনিভাবে নিযুক্ত প্রার্থীদের অপসারণের জন্য কড়া নির্দেশ দিলেন স্কুল সার্ভিস কমিশনকে।

সাম্প্রতিক সময়ে আদালতের নির্দেশে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বহু অযোগ্য শিক্ষক-শিক্ষিকারা। সিবিআই তদন্তে সামনে এসেছে একাধিক দুর্নীতিগ্রস্ত ‘ওএমআর শিট’। এছাড়া বেআইনি পথে নিয়োগ পাওয়া বহু প্রার্থীর চাকরি এখন প্রশ্নের মুখে। এহেন বাতাবরণে সংশ্লিষ্ট বিষয়টির দিকে আলোকপাত করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সম্প্রতি একটি মামলার শুনানিতে বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের সরিয়ে ওই শূণ্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে এসএসসির নিজ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিলেন।

চাকরির খবরঃ রাজ্যের বাংলা মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, রাজ্যের নিয়োগ দুর্নীতির প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পঠনপাঠনে। অযোগ্যরা অপসারিত হওয়ায় শিক্ষক অভাবে ভুগছে রাজ্যের বহু বিদ্যালয়। সেক্ষেত্রে আগামী দিনের পরিস্থিতি যে আরও খারাপ হবে তা এখনই ধারণা করা যাচ্ছে। সুতরাং নির্ধারিত শূন্যপদে নতুন নিয়োগ প্রয়োজন। ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন আদালতে বিচারপতির নির্দেশ, মোট কত শূণ্যপদ তৈরি হলো তার বিস্তারিত তথ্য আগামী সোমবারের মধ্যে আদালতে জানাতে হবে এসএসসিকে।

FB Join

Related Articles